দেশ 

জীবনের প্রথম নির্বাচনে চার লাখের বেশি ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রথমবার নির্বাচনে লড়াই করেই চার লক্ষ দশ হাজার ভোটে, জয় লাভ করলেন প্রিয়াঙ্কা গান্ধী।কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রে ৪ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে। পেলেন প্রায় ৭০ শতাংশ ভোট। মাত্র ছ’মাস আগে ওই আসনে তাঁর দাদা রাহুল ওয়েনাড়ে জিতেছিলেন ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে। তাঁর ঝুলিতে গিয়েছিল প্রায় ৬০ শতাংশ ভোট। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পরে উত্তরপ্রদেশের রায়বরেলী ধরে রেখে ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দেন তিনি। তাই সেখানে উপনির্বাচন হয়েছে।

ঐ কেন্দ্রের সাধারণ মানুষকে রাহুল গান্ধী কথা দিয়েছিলেন তিনি কোনদিন এই এলাকার মানুষের কথা ভুলবেন না সাংসদ পদ ছাড়ার সময় এই কথা বলার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে এখান থেকে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হবেন এটাও ঘোষণা করা হয়েছিল। ভারতীয় রাজনীতিতে এবং ভারতীয় সংসদের একটা নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে বলা যেতে পারে ইতিহাস সৃষ্টি হতে চলেছে। একই পরিবারের তিনজন সংসদের সদস্য। মা মেয়ে এবং ছেলে তিনজনই সংসদে দাপিয়ে বেড়াবেন। মা সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় নির্বাচিত হলেন আর ছেলে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা। সংসদের অভ্যন্তরে এবার রাহুল গান্ধীর বক্তব্যের পরেই যিনি বক্তব্য রাখতে উঠবেন তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কার বক্তব্যে সংসদ আবার নতুন বিতর্ক দেখতে পাবে। আমরা সকলেই জানি রাহুল গান্ধী সরাসরি আক্রমণ করেন আর প্রিয়াঙ্কার কথা বলার ভঙ্গিটা হচ্ছে একটু অন্যরকম। যেখানে আক্রমণ হবে অথচ প্রতিপক্ষ কিছু বলতে পারবে না। রাহুলের আক্রমণ সরাসরি গৌতম আদানিকে লক্ষ্য করে আর প্রিয়াঙ্কা গৌতম আদানিকে লক্ষ্য করে বলবেন কিন্তু তার বলার মধ্যে অনেকটা তফাৎ থাকবে।

Advertisement

প্রিয়াংকার বুদ্ধির দীপ্ত বক্তব্য ভারতীয় সংসদ কে আরো বেশি প্রাণবন্ত করে তুলবে বলে, রাজনৈতিক মহল মনে করছেন। তবে প্রিয়াঙ্কার যে ইনিংস শুরু হল এই ইনিংস শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কুরসি পর্যন্ত পৌঁছাতে পারেন কিনা সেদিকে লক্ষ্য থাকবে দেশের সাধারণ নাগরিকের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ