প্রশাসন রাফ অ্যান্ড টাফ, যারা ট্যাব এর টাকা পায়নি তারা খুব শিগগিরই পেয়ে যাবে ট্যাব কান্ড নিয়ে বুক খুলেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
বিশেষ প্রতিনিধি : ট্যাব কাণ্ডে প্রকাশ্যে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ বিষয়ে বলেছেন প্রশাসন রাফ অ্যান্ড টাফ যে কোন প্রকারে এর পেছনে যাওয়া হবে এবং দোষীদের অনেককেই গ্রেফতার করা হয়েছে আরো গ্রেফতার করা হবে। রাজ্য প্রশাসন এ বিষয়ে কোনোভাবেই কাউকে রেয়াত করবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যেসব ছাত্র-ছাত্রী এখনো ট্যাবের টাকা পায়নি, তারা টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই। এ বিষয়ে প্রশাসন উদ্যোগ নিয়েছে সঠিক সময়ে তারা টাকা পেয়ে যাবে।
উত্তরবঙ্গ সফর সেরে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে৷ এটা প্রশাসনের কাজ। প্রশাসনকে করতে দিন।’’ ট্যাব কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিক ভাবে অস্বস্তিতে পড়েছে রাজ্য প্রশাসন। প্রশ্ন উঠেছে শিক্ষা দফতরের ভূমিকা নিয়েও। প্রশাসনিক সূত্রে খবর, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে নবান্নে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এ বার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই ঘটনা মহারাষ্ট্র, রাজস্থান-সহ একাধিক রাজ্যে ঘটেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং, আমাদের প্রশাসন খুব স্ট্রং। রাফ অ্যান্ড টাফ। তারা ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে। বাকি যা যা করার, তারা করবে। ট্যাবের যারা টাকা পায়নি, তারা পেয়ে যাবে।’’
এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন জানতে পেরেছে, প্রায় ১৩৫০ জন ছেলেমেয়ে ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্ট এ চলে গেছে। সরকার খুব শক্ত হাতে বিষয়টিকে দেখছে ইতিমধ্যেই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ দুপক্ষই যৌথভাবে সিট গঠন করে তদন্ত শুরু করেছে।