জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের উদ্যোগে পশ্চিমবঙ্গের ১২টি রাজ্যে জলবায়ু পরিবর্তনের কারণে দূর্যোগ মোকাবিলা করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজ এলাকার বিড়লাপুর, চণ্ডীপুর ও চড়িয়ালের বেশ কিছু মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান, স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ ও জনসেবার পক্ষে ইমরান হাসান মোল্লা, সেখ মহম্মদ শাহিল ও সাহিদ হোসেন সিদ্দিকী।
এখানে মেহগিনি, শীরিষ গাছ ইত্যাদি বিতরণ করা হয় হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। জনসেবার এই কর্মসূচির উদ্দেশ্য হল আগামী প্রজন্মকে একটি দূষণমুক্ত পৃথিবী উপহার দেওয়া।জনসেবার পশ্চিমবঙ্গ শাখার প্রধান পরিচালক মোহাম্মদ শাহ আলম সাহেব এই কাজকে উৎসাহ দিয়েছেন এবং একটি শিশুর জন্য একটি গাছ প্রকল্প গড়ার কথা বলেন। প্রতি বছর এই কর্মসূচি পালন করতে চান ও আরও বেশি করে বৃক্ষরোপণ করতে চান।