কলকাতা প্রচ্ছদ 

৮ দফা দাবি পেশ করে মুখ্য সচিবকে চিঠি জুনিয়র ডক্টর্‌স’ অ্যাসোসিয়েশনের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জুনিয়র ডাক্তারদের নয়া সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স’ অ্যাসোসিয়েশন আট দফা দাবি জানিয়ে এবার মুখ্য সচিবকে চিঠি দিয়েছে। ইমেইলে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কিছু ক্ষেত্রে অবশ্য জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত হতেও দেখা গিয়েছে। ফ্রন্টের প্রথম দাবি ছিল নির্যাতিতার জন্য বিচার। অ্যাসোসিয়েশনের সদস্যদেরও প্রথম দাবি সেটিই। নির্যাতিতার জন্য বিচার এবং দোষীদের ফাঁসির দাবি তুলেছেন তাঁরা। এ ছাড়া চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিও মুখ্যসচিবকে ইমেলে জানিয়েছে অ্যাসোসিয়েশন। জানানো হয়েছে রোগী পরিষেবায় পর্যাপ্ত পরিকাঠামোর দাবিও।

Advertisement

প্রথমত আরজি করে নির্যাতিতার বিচার সুনিশ্চিত করতে হবে এবং দোষীদের ফাঁসি দিতে হবে। দ্বিতীয়তঃ, সব মেডিকেল কলেজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে হবে। তৃতীয়ত প্রতিটি মেডিকেল কলেজের নার্স ও চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। চতুর্থত, জুনিয়ার ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে ওঠা আর্থিক অভিযোগের যথাযথ তদন্ত করতে হবে। পঞ্চমত, এক পক্ষের বক্তব্য শুনে কারো বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া যাবে না। ষষ্ঠত, প্রতিটি কমিটিতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এবং অ্যাসোসিয়েশনের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সপ্তমত,জুনিয়র ডক্টর্‌স’ অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি প্রদান করতে হবে। অষ্টমত, স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগে অভিজ্ঞতার পাশাপাশি মেধাকে গুরুত্ব দিতে হবে।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ