জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে মুখ্য সচিব! ১০ দাবির মধ্যে ন’টি দাবী মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী! আন্দোলনকারীদের আর্জি মেনে সোমবারে মুখোমুখি বসছেন মমতা!
বিশেষ প্রতিনিধি : শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহারের পথে? গতকাল শুক্রবার সময়সীমা বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা তারা বলেছিলেন সোমবারের মধ্যে তাদের দাবি পূরণের বিষয়টি সরকার বিবেচনা না করলে মঙ্গলবার সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘট হবে।
অর্থাৎ মঙ্গলবার রাজ্য জুড়ে চিকিৎসকরা সমস্ত হাসপাতালে কর্মবিরতি করবেন। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে ছিল রাজ্যের সাধারণ মানুষ। দেখা গেল শনিবার দুপুরে হঠাৎই রাজ্যের প্রশাসনিক কর্তা মুখ্য সচিব মনোজ পন্থ স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিসি সদর ইন্দিরা মুখার্জিকে সঙ্গে নিয়ে অনশন মঞ্চে হাজির হন। অনশনকারী চিকিৎসকদের শারীরিক অবস্থা কেমন আছে তা তিনি জানতে চান। এরপরই ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন।
ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী বার্তা শোনানো হয় অনশনমঞ্চে। অনশন আন্দোলন থেকে সরে আসার বার্তা দেন মমতা। তিনি বলেন, ‘‘অনশন তুলতে অনুরোধ করছি। আলোচনায় বোসো। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। প্রায় সব ক’টিই দাবি পূরণ হয়েছে। ৩-৪ মাস সময় দাও। হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।’’
টেলিফোনে মুখ্যমন্ত্রী কথা বলার সময় আন্দোলনকারী অনশন মঞ্চে উপস্থিত জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার জন্য আবেদন করা হয়। এই আবেদনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেল পাঁচটায় নবান্নে ১০ জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়ে দেন। মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের আশ্বাস দেন, তিনি মানবিকতার পক্ষে। তিনিও বিচার চান। কিন্তু হাসপাতালে যদি সাধারণ মানুষ পরিষেবা না পান, তা হলে তাঁরা কোথায় যাবেন, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘‘আদালতে মামলা চলছে। বিচার মিলবে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব।’’
এখন দেখার বিষয় সোমবার নবান্নে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সফল হয় কিনা। যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোন বার্তায় জুনিয়র চিকিৎসকদের আশ্বাস দিয়ে বলেছেন স্বাস্থ্য সচিব কে এখনই বদলি করা ছাড়া বাকি তাদের নটি দাবি মেনে নেওয়া হবে। তিনি আরো বলেন ছাত্র সংসদ নির্বাচন মেডিকেল কলেজগুলিতে অবশ্যই করানো হবে দু-তিন মাস সময় দেওয়া হোক। এই সময়ের মধ্যেই আমরা জুনিয়র চিকিৎসকদের সব দাবি বিবেচনা করব।