কলকাতা 

দ্রোহের কার্নিভাল এলাকায় ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বিকেল চারটে থেকে আজ মঙ্গলবার রেড রোডে পুজোর কার্নিভাল শুরু হবে। আর এই সময়েই অন্যদিকে রানি রাসমণি রোড দিয়ে দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আগেই এই মিছিলের ছাড়পত্র না দিয়ে পুলিশ পরিষ্কার জানিয়েছিল কোনও ভাবেই মিছিল করা যাবে না। এবার অশান্তি ছড়ানোর আশঙ্কা আছে, এহেন কারণ দর্শিয়ে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ।

সোমবার বেশ রাতেই রানি রাসমণি ও তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নির্দেশিকায় এও উল্লেখ করা হয়েছে, লাঠি বা কোনও অস্ত্র নিয়ে উল্লিখিত এলাকায় ঘোরা যাবে না। এর সঙ্গেই বলা হয়েছে, ১৬৩ ধারা জারি থাকা এলাকায় মিছিল, সভা বা ধর্না, বিক্ষোভ প্রদর্শন করা যাবে না।

Advertisement

যে যে অঞ্চলে জমায়েত করা যাবে না তার তালিকাও দেওয়া হয়েছে। সেগুলি ছবিতে দেখানো হল, প্রসঙ্গত, সোমবার বিকেলে কলকাতা পুলিশের তরফে ছাড়পত্র না পেয়ে চটে লাল চিকিৎসকরা। আয়োজক সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-র তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আমাদের আটকানো যাবে না। আগেই আমরা পুলিশকে পুরো বিষয় জানিয়েছি। মঙ্গলবার আমাদের কর্মসূচি হচ্ছেই।

এদিকে পুজোর কার্নিভাল বন্ধ করতে চেয়ে ময়দানে নেমে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার দলীয় পতাকা ছাড়া রাজ্যের বিশিষ্ট নাগরিক থেকে আমজনতাকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানালেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ