অভিনব প্রতিবাদ, রায়গঞ্জের এক চিকিৎসক প্রেসক্রিপশন লেখার পর বিচার চাই স্ট্যাম্প মারছেন!
বাংলার জনরব ডেস্ক : কলকাতার আর জি কর মেডিকেল কলেজের ঘটনার ২১ দিন পরেও আন্দোলন থামছে না। এবার এক চিকিৎসকের পক্ষ থেকে এক অভিনব প্রতিবাদ শুরু করা হয়েছে। রায়গঞ্জের এক চিকিৎসক প্রেসক্রিপশনে ওষুধ ও পরামর্শ লেখার পর বিচার চাই স্ট্যাম্প মারছেন। লাল রঙের ওই স্ট্যাম্পে গোল করে লেখা, ‘আরজি কর: বিচার চাই। অপরাধ চক্রের বিনাশ চাই।’ মাঝখানে ইংরেজিতে লেখা, ‘উই ওয়ান্ট জাস্টিস।’ ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল চিকিৎসকের একটি প্রেসক্রিপশনের ছবি। দেবব্রত রায় নামে ওই চিকিৎসকের দাবি, তিনি একা নন। তাঁর মতো বিচার চেয়ে আরও কয়েক জন চিকিৎসক প্রেসক্রিপশনে ওই রকম স্ট্যাম্প ব্যবহার করবেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিলপাড়া এলাকায় চিকিৎসক দেবব্রতের ‘চেম্বার’। সেখানে তাঁর কাছে যে রোগীরা যাচ্ছেন, তাঁদের জন্য লেখা প্রেসক্রিপশনে রয়েছে আরজি কর-কাণ্ডের বিচারের কথা। ওই চিকিৎসক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এটা আমার নীরব প্রতিবাদ।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্য জুড়ে আরজি করের ঘটনার প্রতিবাদে সবাই সরব। আরজি করে চিকিৎসকের খুনের কথা আর কারও অজানা নয়। এক জন উদীয়মান তরুণী চিকিৎসককে ‘অন ডিউটি’ অবস্থায় যে ভাবে মেরে ফেলা হল এবং তাঁর উপর যে নৃশংস অত্যাচার চলেছে তার বিচার হোক শীঘ্রই।’’
রায়গঞ্জের চিকিৎসক জানাচ্ছেন, আরজি করের ঘটনার পর যে ভাবে আন্দোলন চলছে তার সঙ্গে তাঁর মতো অন্যান্য চিকিৎসকও রয়েছেন। চিকিৎসকেরা সকলে শঙ্কিত। প্রেসক্রিপশনে ‘বিচার চাই’ স্ট্যাম্প দেওয়া নিয়ে দেবব্রত বলেন, ‘‘আমি একটি প্রতিবাদের মাধ্যম ঠিক করেছি। এর মাধ্যমে আমরা আমাদের রোগীকে জানাতে চাইছি, আমরা এই ঘটনার (আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুন) জন্য দুঃখিত এবং এর প্রতিবাদ করছি।’’
তাঁর মতে, ‘‘আমাদের চিকিৎসকদের কাছে রোগীরাই সব। তাঁরাই আমাদের সবচেয়ে কাছের। তাঁদের কাছে আমাদের পরিস্থিতির কথা তুলে ধরছি। পশ্চিমবঙ্গের অনেক চিকিৎসক এই ভাবে প্রতিবাদে শামিল হচ্ছেন। দু’-এক দিনের মধ্যে দেখবেন, অনেক চিকিৎসক এই একই পন্থায় প্রতিবাদ জানাচ্ছেন।’’