বিহারে ক্ষমতায় এলেই মদ চালু করবেন প্রতিশ্রুতি পিকের
বিশেষ প্রতিনিধি : ২০২৫ এর বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, প্রশান্ত কিশোরের জন সুরজ দল। এ বছর দোসরা অক্টোবর থেকে এই রাজনৈতিক দল যাত্রা শুরু করবে বিহারে। আজ শনিবার এ প্রসঙ্গে ভোট কুশলী প্রসাদ কিশোরের দাবি ২০২৫ এর বিধানসভা নির্বাচনে বিহারে কুড়িটির বেশি আসন পাবে না নীতিশ কুমারের দল। প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে তিনি দাবি করেছেন।
তিনি অবশ্য জেতার অংক ব্যাখ্যা করেননি। তবে প্রশান্ত কিশোর বিহারের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যদি নীতিশ কুমারকে হারিয়ে বিহারের মসনদে বসতে পারেন তাহলে মদের কোন অভাব হবে না। পিকের এই প্রতিশ্রুতি বিহারের মানুষ কেমন ভাবে নেবে, সেটাই এখন দেখার বিষয়। কারণ নীতিশ কুমার এর মত বিরোধী অভিযানের গুরুত্ব বিহারের মহিলাদের মধ্যে রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও খাতায়-কলমে সরকারিভাবে বিহারে মদ নিষিদ্ধ হলেও বেসরকারিভাবে এবং চোরাপথে মদ যে বিহারে ঢুকছে সে নিয়ে কোন সন্দেহ নেই। মদ নিষিদ্ধ থাকার কারণে সরকারের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে সেদিক থেকে পিকে যদি ক্ষমতায় আসার পর বিহারে মদ মদ খাওয়া উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন তাহলে সরকারের যেমন লাভ হবে একই রকম ভাবে যারা মদের প্রতি দুর্বল তাদের যে ভোট প্রশান্ত কিশোর দখল করে নেবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
এ কথা ঠিক প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এর বিরুদ্ধে ক্রমাগত মন্তব্য করলেও সেটা জনমানষে কতটা প্রভাব পড়েছে তা জানা যাবে ২০২৫ এর বিধানসভা নির্বাচনে। যাইহোক ক্ষমতায় এলে মদ চালু করা হবে বিহারে, এই প্রতিশ্রুতি এখন থেকে দিয়ে পিকে যে বাজিমাত করতে চাইছেন তা নিয়ে কোন সন্দেহ নেই। এখন দেখার বিষয় পিকের এই প্রতিশ্রুতি বিহারের বাসিন্দারা কেমন ভাবে নেয়।