শেষ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদত্যাগ করলেন, পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে বসেছিল ছাত্ররা
বিশেষ প্রতিনিধি : পদত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ্ঞা হুজুর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শেষ পর্যন্ত পদত্যাগ করলেন। মনে করা হচ্ছিল যে এই প্রধান বিচারপতিকে সামনে রেখে আওয়ামী লীগ বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারে। আজ শনিবার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ডেকেছিলেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট সব বিচারপতিদের নিয়ে একটি ফুল কোর্ট সভা ডেকেছিলেন যদিও প্রধান বিচারপতি কেন এই কোর্ট ডেকেছিলেন তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে বাংলাদেশের চলার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সুপ্রিম কোর্ট অবস্থান ব্যাখ্যা করতে পারতেন। তার আগেই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন শুরু হয়ে যায় তারা রীতিমতো সুপ্রিম কোর্টের সামনে এবং হাইকোর্টের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে দেয়।
এর ফলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর কাছে অন্য কোন পথ ছিল না পদত্যাগ করা ছাড়া। শনিবার ভারতীয় সময় বেলা আড়াইটা তিনি রাষ্টপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন। এর ফলে হাসিনার আরেকটি সাংবিধানিক সংস্থা হাতছাড়া হলো বলে বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছে। এদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস রংপুরে পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি আবু সাইদের কবরে সামনে দাঁড়িয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ করার শপথ নেন।