দেশ 

”পরিস্থিতি আমাদের অনুকূলে,কিন্তু আত্মতুষ্ট হলে চলবে না” : সোনিয়া গান্ধী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আত্মতুষ্টিতে ভুগলে হবে না। আমাদের কাছে যে বার্তা দেশের জনগণ দিয়েছে তাকে কাজে লাগাতে হবে আরো মানুষের কাছে যেতে হবে আজ বুধবার কংগ্রেস দলের সংসদীয় কমিটির বৈঠকে এই কথাগুলি বলেন সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী।।

তাঁর স্পষ্ট বার্তা, ”পরিস্থিতি আমাদের অনুকূলে। কিন্তু আত্মতুষ্ট হলে চলবে না।” বুধবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে এভাবেই আগামির পথ চলার দিকনির্দেশ করলেন সোনিয়া (Sonia Gandhi)।

Advertisement

এবারের লোকসভা নির্বাচনে গত দুবারের থেকে অনেক ভালো করেছে কংগ্রেস। আসনসংখ্যা গতবারের তুলনায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। এই পরিস্থিতিতে সেই পারফরম্যান্সের রেশ বজায় রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন সোনিয়া। তাঁকে বলতে শোনা যায়, ”আগামী কয়েকমাসের মধ্যেই চার রাজ্যে নির্বাচন। লোকসভা নির্বাচন থেকে গতি ও সদিচ্ছা আমরা অর্জন করেছি তা বজায় রাখতে হবে। আমরা যেন কখনওই আত্মতুষ্ট হয়ে না পড়ি। পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। কিন্তু আমাদের এককাট্টা হয়ে কাজ করতে হবে। আমি বলতে পারি, আমরা যদি ভালো ফল করি, লোকসভার পারফরম্যান্সকেই প্রতিফলিত করতে পারি, তাহলে জাতীয় রাজনীতির রংই বদলে যাবে।”

পাশাপাশি বিজেপি ও আরএসএসের সমালোচনাও করতে দেখা যায় তাঁকে। সোনিয়ার কথায়, ”আমাদের আশা ছিল, মোদি সরকার লোকসভা নির্বাচনের ব্যর্থতা থেকে শিক্ষা নেবে। কিন্তু তার পরিবর্তে, ওরা সম্প্রদায়গুলিকে বিভক্ত করার এবং ভয় ও শত্রুতার পরিবেশ তৈরির নীতিতে অটল রয়েছে। সৌভাগ্যবশত সুপ্রিম কোর্ট সঠিক সময়ে হস্তক্ষেপ করেছে। কিন্তু এটা একেবারেই সাময়িক সমাধান। আরএসএসের কর্মকাণ্ডে আমলাতন্ত্রকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য হঠাৎ নিয়ম কীভাবে পরিবর্তন করা হয়েছে সেটা দেখুন। ওরা নিজেদের সাংস্কৃতিক সংগঠন বলে। কিন্তু গোটা বিশ্ব জানে আরএসএস বিজেপির রাজনৈতিক ও আদর্শগত ভিত্তি।”

আর মাত্র কয়েক মাস পরে মহারাষ্ট্র হরিয়ানা এবং ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই তিন রাজ্যে অপ্রত্যাশিত ফল করেছে কংগ্রেস দল। এই অবস্থায় জোট শরীকদের সঙ্গে যোগসূত্র রক্ষা করে যদি ভালোভাবে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হওয়া যায় তাহলে কংগ্রেস আরো ভালো ফল করতে পারে। আগামী বিধানসভা নির্বাচন গুলিতে যদি কংগ্রেস ভালো ফল করে তাহলে দেশের রাজনীতিতে বিজেপি আরো বেশি কোন ঠাসা হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ