কলকাতা 

চলে গেলেন বাংলা সাহিত্যের শক্তিশালী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কলকাতা শহর যখন ক্রিসমাস পালনে মেতে উঠেছে ঠিক তখনই চলে গেলেন “ কলকাতার যিশু”-র স্রষ্টা প্রখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী । যিশুর জন্মের দিনের তাঁর চলে যাওয়াটা বাংলা সাহিত্যে অপূরনীয় ক্ষতি হল । প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্রনাথ –নজরুল ও জীবনানন্দ দাশের উত্তরসূরি হিসাবে শক্তিশালী কবি ছিলেন। তাঁর কবিতায় সবচেয়ে বেশি মানুষের কথা প্রাধান্য পেয়েছে । তাঁর উলঙ্গ রাজা কবিতায় সমাজের তোষামেদকারীদের প্রতি তীব্র ব্যঙ্গ ঝরে পড়েছে । এহেন কবির মৃত্যু সংবাদে সমগ্র সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে ।

তিনি কর্মজীবনে সাংবাদিক ছিলেন । কলকাতার বিখ্যাত পত্রিকা আনন্দবাজারে কর্মরত ছিলেন । এছাড়াও  জীবন, ছোটদের পত্রিকা ‘আনন্দমেলা’-র সম্পাদনা, বাংলা ভাষার প্রয়োগবিধি ও বানান নিয়ে আজীবনের চিন্তা— বহু কর্মে ব্যাপৃত ছিলেন নীরেন্দ্রনাথ। কবিজীবনে পেয়েছেন অসংখ্য  সম্মান। ১৯৭৪ সালে ‘উলঙ্গ  রাজা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন তিনি। কবিতার পাশাপাশি লিখেছেন রহস্য উপন্যাসও।

Advertisement

তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর ।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − eleven =