দেশ 

দলীয় কর্মীর খুনিকে এনকাউন্টারের নির্দেশ দিয়ে বির্তকে কুমারস্বামী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দলীয় কর্মী খুনের খবর পেয়ে খুনিকে ‘নৃশংসভাবে খুন করতে নির্দেশ দিয়ে বির্তকে জড়িয়ে পড়লেন ’ ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় নজিরবিহীনভাবে ‘এনকাউন্টারের’ নির্দেশ দিতে দেখা যাচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে ।

উল্লেখ্য, এইচ প্রকাশ নামে  জনতা দল সেকুলারের (জেডিএস) এক জন প্রভাবশালী নেতাকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। সোমবার সাড়ে ৪টে নাগাদ দক্ষিণ কর্ণাটকের মান্দায় প্রকাশের দেহ মেলে। জেডিএস-র এক নেতা জানিয়েছেন, প্রকাশের খুনে অত্যন্ত উদ্বেগে ছিলেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী সাফাই দেন, এটা কোনও নির্দেশ ছিল না। উত্তেজনার বশে বলে ফেলেছিলাম। তাঁর অভিযোগ, এর আগে দুই খুনে অভিযুক্ত হয়ে জেলে ছিল দুষ্কৃতীরা। দু’দিন আগেই জামিনে মুক্ত হয় তারা। জেল থেকে বেরিয়ে ফের খুন করে। দুষ্কৃতীরা জামিনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেন কুমারস্বামী।

Advertisement

তবে, কুমারস্বামীর এ হেন মন্তব্যে অবাক হয়েছেন দলের কর্মীরাও। তাঁদের মতে, কুমারস্বামীকে এ ভাবে রেগে এমন মন্তব্য করতে কখনও দেখা যায়নি। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে প্রকাশ্যে ‘এনকাউন্টারের নির্দেশ’ প্রবল বিতর্কের মুখে পড়ে কর্ণাটক সরকার। অস্বস্তিতে পড়েছে জোট সরকারের কংগ্রেসও।

মুখ্যমন্ত্রীর দফতর তরফে পরে বিবৃতি দিয়ে জানানো হয়, প্রকাশ একজন অনুগত কর্মী ছিলেন। অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিসকে।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − 13 =