দেশ 

নাসিরউদ্দিন শাহকে পাকিস্থান পাঠানোর জন্য বিমানের টিকিট কেটে দিল নব নির্মাণ সেনা , অভিনেতার পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সমগ্র দেশজুড়ে অসহিষ্ণুতা বেড়েই চলেছে । উত্তরপ্রদেশের বুলন্দশহরে গোরক্ষকদের হাতে পুলিশ অফিসারের মৃত্যু ঘিরে দেশজুড়ে যে বির্তক চলেছে সেই প্রেক্ষিতে মুখ খুলেছিলেন প্রখ্যাত চলচিত্র অভিনেতা নাসিরউদ্দিন শাহ । তিনি বলেছিলেন , দেশে এখন পুলিশ অফিসার মৃত্যু চেয়ে গরুর মৃতুকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । এখন প্রশ্ন উঠছে , ধর্মনিরপেক্ষতা নিয়ে । তিনি আরও বলেছিলেন , আমি আমার ছেলেমেয়েদের নিয়ে চিন্তিত । একথা বলার পরেই দেশজুড়ে বির্তক শুরু হয় । দেশের কোনো বুদ্ধিজীবী অভিনেতাকে তাঁর পাশে দাঁড়াতে দেখা যায়নি । বরং বেশ কয়েকজন সেলিব্রেটি তাঁর সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন সোস্যাল মিডিয়ায় । গতকাল নাসিরউদ্দিন শাহকে আজমীরের এক সাহিত্য সম্মেলনে উপস্থিত থাকতে দেওয়া হয়নি । ওই সভায় বিশিষ্ট অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা ছিল  কিন্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলির হুমকিতে তাঁর অনুষ্ঠান বাতিল করতে হয় ।

এদিকে আজ ২০১৯-এর ১৪ অগাস্ট নাসিরুদ্দিন শাহের জন্য মুম্বই থেকে করাচির টিকিট কেটে দিল উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনা। তাদের মতে নাসিরুদ্দিন শাহ যদি ভারতে ভীত হয়ে থাকেন, তাহলে দেরি না করে পাকিস্তান চলে যাওয়া উচিত। সেনার প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি পাকিস্তানের স্বাধীনতা দিবসে নাসিরুদ্দিন শাহের জন্য টিকিট কেটে দিয়ে দিয়েছেন। যাতে ওই দিন এক বিশ্বাসঘাতকের সংখ্যা একজন কমতে পারে।

Advertisement

দেশের একজন বিশিষ্ট নাগরিককে এই ভাবে কটাক্ষ করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরবতা দেশবাসীকে বিস্ময়ের সৃষ্টি করেছে । এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাসিরউদ্দিন শাহকে নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন । তিনি গতকাল ক্রিসমাস উৎসবের সূচনা করতে গিয়ে বলেন , বিশিষ্ট অভিনেতা নাসিরউদ্দিন শাহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তা যথাযথ ।


শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 1 =