আন্তর্জাতিক কলকাতা 

Anwarul Azim MP Bangladesh : ৮ দিন নিখোঁজ থাকার পর নিউ টাউন থেকে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহ ! তদন্তে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অবশেষে বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ আনোয়ারুল আজিমের সন্ধান পাওয়া গেল। তবে তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার হয়েছে। বাংলাদেশের সংসদের তিনবারের সাংসদ আনোয়ারুল আজমের খুনের নেপথ্যে কি কারণ আছে তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে?

তিনি ১৪ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন এবং কলকাতায় তার চিকিৎসার করার কথা ছিল। কলকাতার আসার পরেই তিনি ব্যারাকপুরের এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন সেখান থেকে ১৪ মে তিনি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বেরিয়ে ছিলেন তারপর আর ফিরে আসেননি।

Advertisement

১৬ তারিখের পর থেকে তার পরিবারের সঙ্গে কোন সংযোগ ছিল না এই পরিস্থিতিতে সংসদের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি দেখার অনুরোধ করার পরেই নড়েচড়ে বসে ভারতের প্রশাসন।

গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে উদ্ধার হল বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের ৩ বারের সাংসদের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। কে বা কারা তাঁকে খুন করল তার তদন্তে নেমেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ