দেশ 

অসমের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির প্রাধান্য থাকলেও জোর টক্কর কংগ্রেসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অসম পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত (সদস্য), গ্রাম পঞ্চায়েত (সভাপতি), জেলা পরিষদে বেশিরভাগ আসনেই এগিয়ে রয়েছে শাসক বিজেপি।

অসমে জেলা পরিষদে রয়েছে মোট ৪২০টি আসন। এর মধ্যে দখলে ১৫৫টি আসন। কংগ্রেস জিতেছে ৮৬টি আসন। অসম গণ পরিষদ পেয়েছে ১৪টি আসন। বিরোধী দল ইউডিএফ ও নির্দলরা জিতেছে যথাক্রমে ১৯ ও ৭টি আসন। আঞ্চলিক পঞ্চায়েতে মোট ২১৯৯টি আসন রয়েছে। এখানেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে বিজেপি ।এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, শাসক দল বিজেপি জিতেছে ৬৯২টি আসন। কংগ্রেস ৪৩৫টি আসন পেয়েছে। অসম গণ পরিষদ পেয়েছে ৬১টি আসন। ইউডিএফ ও নির্দলরা জিতেছে যথাক্রমে ৫১ ও ৬৬টি আসন।

Advertisement

গ্রাম পঞ্চায়েতে ( সভাপতি) রয়েছে মোট ২১৯৯টি আসন। বিজেপি জিতেছে ৭০২টি আসন। কংগ্রেস পেয়েছে ৪২৯টি আসন। অসম গণ পরিষদ পেয়েছে ৯৯টি আসন। ইউডিএফ ও নির্দলরা জিতেছে যথাক্রমে ৪৫টি ও ১১৩টি আসন। গ্রাম পঞ্চায়েতে (সদস্য) রয়েছে মোট ২১,৯৯০টি আসন। বিজেপি জিতেছে ৩২০১টি আসন। কংগ্রেস পেয়েছে ২১৪৬টি আসন। অসম গণ পরিষদ পেয়েছে ৪৫৩টি আসন। ইউডিএফ ও নির্দলরা জিতেছে যথাক্রমে ২৩৪ ও ৮৯৯টি আসন।

পঞ্চায়েত নির্বাচনেও অসমে কংগ্রেস জোর টক্কর দিয়েছে বিজেপির সঙ্গে । বিরোধীরা ঐকবদ্ধ থেকে লড়াই করলে আরও ভাল ফল হত বলে রাজনৈতিক মহল মনে করছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + four =