কলকাতা প্রচ্ছদ 

তাপস রায় বিজেপিতে যোগ দিচ্ছেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব  ডেস্ক : আজ বুধবার সন্ধ্যাতেই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। বিধানসভায় গিয়ে সোমবার তিনি বরানগরের বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন। বুধবার তাঁকে বিধানসভায় শুনানির জন্য ডাকা হয়েছে। সূত্রের খবর, বিধানসভার কাজ মিটিয়ে বিকেলেই বিজেপিতে যোগ দেবেন তাপস। তার আগে তাঁর সঙ্গে বৈঠক করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেলে সল্টলেক সেক্টর ফাইভে বিজেপির দফতরে হবে আনুষ্ঠানিক যোগদান পর্ব। ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফে বিকেলে সাংবাদিক বৈঠক ও যোগদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেখানে অবশ্য কারও নামের উল্লেখ নেই। যদিও বিজেপি নেতারা মানছেন, বুধবারই তাপস যোগ দেবেন।

এর আগে ঠিক হয়েছিল, তাপস বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেবেন ৭ মার্চ, বৃহস্পতিবার। কিন্তু ওই দিন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বিজেপিতে যোগ দেবেন। তিনি নিজেই দিন ক্ষণ জানিয়ে দিয়েছেন। এই দু’টি যোগদানকে আলাদা ভাবে প্রচারের উদ্দেশ্যেই বিজেপি দিন ক্ষণ আলাদা করেছে বলে দলের অন্দরে খবর।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ