জেলা 

বেস আন-নূর মডেল স্কুলে হাতে-কলমে মজার বিজ্ঞান কর্মশালা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : হাতে কলমে বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা যে কত মজার এবং আনন্দের, সত্যিই আজ আমরা তা সামনাসামনি দেখতে পেলাম। আমাদের পড়ার উৎসাহ বেড়ে গেল কয়েক গুণ। ছাত্র-ছাত্রীদের মুখে এরকমই কথা শোনা গেল দুদিনের কর্মশালার প্রথম দিন। কী উচ্ছ্বাস তাদের! আর দ্বিতীয় দিনে শোনা গেল শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ মতামত, হাতে কলমে বিজ্ঞান পড়ানোর মজাই আলাদা। এভাবে পড়ালে ছাত্র-ছাত্রীদের চোখের সামনে বইয়ের পাতাগুলো ভেসে উঠবে ছবির মতো!
হাতে কলমে বিজ্ঞানের এই আকর্ষণীয় কর্মশালাটি সম্প্রতি আয়োজন করা হয়েছিল দক্ষিণ দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুলে। প্রথম দিন অর্থাৎ ৩রা মার্চ ছিল ছাত্র-ছাত্রীদের জন্য আর দ্বিতীয় দিন ছিল বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য।
সিলেবাসের সঙ্গে সংগতি রেখে মজা করে বিজ্ঞান বিষয় থেকে দেখানো হয়েছিল বায়ুর চাপ, জলের সমোচ্চশীলতা ধর্ম, কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থে উষ্ণতার প্রভাব, আলোর বর্ণালী, বিচ্ছুরণ, প্রতিফলন প্রতিসরণ প্রভৃতি এক্সপেরিমেন্ট। আর গণিতের ক্ষেত্রেও মজা করে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কাগজ কেটে থার্মোকল দিয়ে রং বেরঙের কাগজ মুড়ে দেখানো হয়েছিল নানা বিষয় – ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি, ত্রিভুজের যেকোনো বহিঃস্থ কোণ অন্তঃস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান, ত্রিভুজের যে কোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি অন্তঃস্থ তিনটি কোণের সমষ্টির চাইতেও বেশি। বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, ঘড়িতে ঘন্টা মিনিটের গানটা গতিবেগ নির্ণয় ইত্যাদি।
দুদিনের এই কর্মশালায় অংশ নিয়েছিল প্রায় তিনশো ছাত্রছাত্রী এবং ৩০ জন শিক্ষক শিক্ষিকা। সমগ্র কর্মশালার বিজ্ঞান বিভাগের পরিচালনায় ছিলেন পদার্থবিদ্যার বর্ষীয়ান অধ্যাপক ড. বি.এন.দাস এবং গণিত বিভাগের বিশিষ্ট শিক্ষক ও লেখক নায়ীমুল হক।
বেস আন-নূর মডেল স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম বলেন এ ধরনের কর্মশালা ছাত্র-ছাত্রীদের কনসেপ্ট ডেভেলপ করে, পরবর্তীতে আমরা বিদ্যালয়ের সকল ক্লাসের ছাত্র ছাত্রীদের জন্য সপ্তাহব্যাপী এ ধরনের কর্মশালার আয়োজন করার কথা ভাবছি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ