কলকাতা 

মিঠুন চক্রবর্তী ভালো আছেন অসুস্থতার খবর ভুয়ো,রুটিন চেকআপে হাসপাতালে জানালেন পুত্রবধূ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সকাল ১০:০০ টা নাগাদ এই খবর ভাইরাল হয়ে যায়। শনিবারের সকালে মিঠুন চক্রবর্তীর ফ্যান রা আতঙ্কিত অবস্থায় একে ওকে ফোন করতে থাকেন কেমন আছেন মহাগুরু। কিছুক্ষণ পরেই জানা যায় তিনি রুটিন চেকআপের জন্য হাসপাতালে গেছেন তাঁর কোনো গুরুতর অসুস্থতা নেই। জানা গেছে শাস্ত্রী শুটিং চলাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন পরিচালক সোহম চক্রবর্তী তাকে নিয়ে হাসপাতালে যান।সূত্রের খবর, স্ট্রোক হয় অভিনেতার। তবে বিশেষ চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এর মাঝেই মুখ খুললেন অভিনেতা পুত্রবধূ মাদলসা শর্মা। এই সব খবরকেই ভুয়ো বলে উড়িয়ে দেন তিনি।

২০১৮ সালে মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তীকে বিয়ে করেছেন মাদালসা। শনিবার সকাল থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে অভিনেতার অসুস্থ হওয়ার খবর। ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী তাঁকে নিয়ে যান হাসপাতালে। জানা যায়, এমআরআই করা হয় অভিনেতার সেখানেই ধরা পড়ে স্ট্রোকের খবর। যদিও এ সব ভুয়ো খবর বলেই দাবি করেছেন মাদলসা।

Advertisement

তিনি বলেন, ‘‘বুকে ব্যাথা— এ সব ভুল কথা, রুটিন-চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।’’ যদিও এই মুহূর্তে হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেতা। সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসা হয়েছে, আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ