কলকাতা প্রচ্ছদ 

পঞ্চায়েতের দিন ঘোষণা নিয়ে কমিশন বনাম রাজ্য প্রশাসনের ঠান্ডা লড়াই,কাল দিনক্ষণ ঘোষণা?

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেক্স: রাজ্য নির্বাচন কমিশন মহামান্য আদালতে ধাক্কা খাওয়ার পর অনেকটা সাবালক হয়ে উঠেছে। তাই নতুন করে দিনক্ষন ঘোষণা করার আগে এবার কমিশন রাজ্য পুলিশের ডিজির কাছে বাহিনীর সংখ্যা জানতে চিঠি পাঠিয়ে ছিল। রাজ্য পুলিশের ডিজি কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ৪৬ হাজার সশস্ত্র পুলিশ রাজ্যের রয়েছেে, এছাড়া আরও ১২ হাজার পুলিশ কর্মী আছে। সেক্ষেত্রে কমিশনের প্রশ্ন ৫৮ হাজারের বেশি বুথে কীভাবে এই বাহিনী দিয়ে ভোট করানো যাবে? অন্যদিকে রাজ্য সরকার রমজান মাসের আগেই ভোট করাতে চাইছেেএই গরমে রমজান মাসে ভোট হলে মুসলিম সম্প্রদায় অসুবিধার মধ্যে পড়বে বলে রাজ্য সরকার কমিশনকে জানিয়েছে। কমিশনকে চাপে রাখতে আজ নাখোদা মসজিদের ইমামের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে রমজান মাসে কোনোভাবে যাতে পঞ্চায়েত নির্বাচন  না হয় সেই অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত,এরা সকলের রাজ্যের এক সংখ্যালঘুর মন্ত্রীর ঘনিষ্ট। সূত্রের খবর কমিশন তিনদিনে ভোট করার পক্ষপাতি। তারা নাকি রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে ১৪,১৬,১৮ তারিখে পঞ্চায়েতের ভোট করাতে চা্য়। এতে রমজানের মাসের মধ্যে মাত্র একদিন ভোট হবে,বাকী গণনার দিন তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

এই প্রস্তাবেও রাজ্য সরকার নাকি সহমত .হয়নি,ফলে ভোটের দিনক্ষন আজও ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন।আগামী কাল আবার রাজ্যের সঙ্গে কমিশনের বৈঠক রয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে,কমিশন তিনদিন,নিদেনপক্ষে দুদিনে ভোট করার পক্ষপাতি। কোনোমতেই একদিনে ভোট করাতে চাইছে না কমিশন,এজন্যই দিনক্ষণ ঘোষণা করতে দেরি হচ্ছে। কাল আবার বৈঠক,জানা কী যাবে কবে হবে পঞ্চায়েত? সেদিকে তাকিয়ে রাজ্যের আম-জনতা থেকে নির্বাচনের প্রার্থীরা।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ