কলকাতা 

‘আমাকে বাঁচতে দিন’ ব্যাঙ্কশাল কোর্টের বিচারকের কাছে করুন আর্জি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আদালতের নির্দেশ মতো আজ বৃহস্পতিবার ১৬ই নভেম্বর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল কোটে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ থাকায় তিনি প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন। এই ভার্চুয়াল শুনানি চলাকালীন সময়ে জ্যোতিপ্রিয় মল্লিক বিচারকের কাছে আবেদন করেন তিনি খুব অসুস্থ ।৩৫০ তার সুগার রয়েছে। হাত-পা যেন অবশ হয়ে আসছে। এদিন আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেননি।

শুনানি শুরু হতেই বিচারক তাঁর কুশল সংবাদ নেন। জিজ্ঞেস করেন, ‘‘কী সমস্যা রয়েছে আপনার?’’ জ্যোতিপ্রিয়ের আর্তি, ‘‘আমাকে বাঁচতে দিন।’’

Advertisement

২৬ অক্টোবর মাঝ রাতে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তার পর অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় কোর্ট। হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে ইডির হেফাজত এবং তার পর জেল হেফাজতে রয়েছেন তিনি। অসুস্থতার কারণে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানো হয়নি। শুনানি শুরু হতে বিচারক প্রশ্ন করেন, ‘‘কী সমস্যা হচ্ছে আপনার? যেখানে আপনি বসে রয়েছেন, আপনার কী সমস্যা হচ্ছে? সমস্যা হলে ওঁকে নিয়ে যেতে পারেন।’’ জবাবে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘৩৫০ সুগার। হাত পা কাজ করছে না। বাঁচতে দিন।’’

জ্যোতিপ্রিয়: আমি আইনজীবী। হাইকোর্ট ও ব্যাঙ্কশাল কোর্টের সদস্য। পায়ের সমস্যা হচ্ছে। ৩৫০-এর বেশি সুগার। হাত পা কাজ করছে না। স্যর আমাকে বাঁচতে দিন। আমি আইনজীবী। কলকাতা হাইকোর্টে ও ব্যাঙ্কশাল কোর্টের বারের সদস্য।

আরও কিছু বলছিলেন। তাঁকে থামিয়ে দিয়ে…

বিচারক: মিস্টার মল্লিক। আপনি নিজেকে যখন আইনজীবী হিসেবে দাবি করছেন, তখন নিশ্চয়ই জেল এবং কোর্টের এক্তিয়ার সম্পর্কে অবগত আছেন ধরে নেওয়া যায়। এক জন আইনজীবী হলে আপনার বুঝে যাওয়া উচিত। আপনার অসুবিধা হলে সেলে চলে যেতে পারেন…

ইডি: জেলে গিয়ে জেরার আবেদন করতে চাই। জেলে জেরার সময় ডিজিটাল গেজেট ব্যবহারের আবেদন করছি। জ্যোতিপ্রিয়কে জেল হেফাজতে নেওয়ার আবেদনও করছি।

জ্যোতিপ্রিয়ের আইনজীবী: তিনি সুস্থ নন। কিডনি ক্ষতিগ্রস্ত। তৃতীয় পর্যায়ে রয়েছেন। সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন করছি। খাট এবং টেবিল দেওয়ার আবেদন জানাচ্ছি। জেল কোডে থাকলে।

বিচারক: সেটা জেলের এক্তিয়ার।

তথ্যসূত্র ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ