জেলা 

অষ্টমীর রাতে নতুন বাইকে চড়ে ঠাকুর দেখতে গিয়ে নবমীর ভোরে লাশ হয়ে গেল দুই ভাই, এলাকা জুড়ে শোকের ছায়া

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : নতুন বাইকে চড়ে সারারাত ধরে পুজো দেখার পর সকালে সেই বাইকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই ভাইয়ের। অষ্টমীতে নতুন বাইক কিনে ঠাকুর দেখতে বেরিয়েছিল রাতে। আর নবমীর সকালই ফিরে এলো লাশ হয়ে দুই ভাই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া মহাদেবপুরে রামপাড়া এলাকায়। নবমীর সকালে সমগ্র এলাকায় জুড়ে নেমে এলো শোকের ছায়া।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দুই ভাই বাইক নিয়ে মালদহের দিক থেকে হবিবপুরে ফিরছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় সুজন। অভিষেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতদের মাথায় হেলমেট ছিল না বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

Advertisement

দুর্ঘটনার প্রসঙ্গে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। তদন্ত করা হচ্ছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ