কলকাতা 

জামাআতে ইসলামী উদ্যোগে মিডিয়া ওয়ার্কশপ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও মিডিয়া ওয়ার্কশপ হয়ে গেল। রবিবার ১ অক্টোবর কলকাতার কুমিদান বাগান লেনে আব্দুল ফাত্তাহ অডিটোরিয়ামে রাজ্যের সব জেলার মিডিয়া ইনচার্জ, সহকারী ইনচার্জ, জেলা সোশ্যাল মিডিয়া সেক্রেটারি, সহ সেক্রেটারি এবং মিডিয়ার বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত বাছাইকৃত কর্মিরা আজকের এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। নারী ও পুরুষ মিলিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শ’খানেক ডেলিগেট এসেছিলেন। জামাতের রাজ্য বিভাগীয় সেক্রেটারি মাওলানা এ এফ এম খালিদ সাহেবের তাযকির বিল কুরআনের মাধ্যমে আজকের ওয়ার্কশপের সূচনা হয়।

প্রারম্ভিক ভাষণ দেন জামাআতের রাজ্য সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামীর আমিরে হালকা তথা পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডা: মসিহুর রহমান, বিশিষ্ট সাংবাদিক শুভজিৎ বাগচী, জামাআতের রাজ্য মিডিয়া সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, রাজ্য যুব সভাপতি ওসমান গনি, দৈনিক আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক প্রমুখ। ভিডিও কনফারেন্সে দিল্লি থেকে বক্তব্য রাখেন জামাআতের সর্বভারতীয় মিডিয়া সেক্রেটারি কে কে সোহেল। তিনি মূলত সংবাদ মাধ্যমের একাংশ কীভাবে ন্যারেটিভ তৈরি করছে এবং কিভাবে তার কাউন্টার করা যেতে পারে — তার ওপর আলোকপাত করেন। তবে তিনি বার বার বলেন, দেশের সংবিধান, মিডিয়ার স্বাধীনতা, সাইবার আইন মেনে কাজ করতে হবে। কোনো সংবাদ যেন সমাজের কোনো ক্ষতি না করে, সম্প্রীতির পরিবেশ যেন বিঘ্নিত না করে — সেদিকে সজাগ থাকতে হবে।

Advertisement

ওয়ার্কশপে আগত জেলা প্রতিনিধিদের সামনে বক্তারা মিডিয়া আগ্রাসন, হলুদ সাংবাদিকতা, মিথ্যা প্রোপাগান্ডা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরে সকলকে সাবধান সতর্ক করেন, সচেতন হতে আহ্বান করেন। এছাড়াও ফেক নিউজ সম্পর্কে সচেতন করা হয়। ফ্যাক্ট চেক এর ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকৃত তথ্য নির্ভর সততা ও স্বচ্ছতার সঙ্গে খবর লেখা এবং উপস্থাপন বা সম্প্রচার করার ওপর জোর দেন আলোচকরা।

দেশের বর্তমান পরিস্থতিতে মিডিয়ার সংকট বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক শুভজিৎ বাগচী।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বিস্তারিত আলোচনা করেন জামাআতের রাজ্য মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান। প্রজেক্টরের মাধ্যমে তিনি একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দেন।

কীভাবে খবর লিখতে হয়, কোনো একটা ঘটনার কোন কোন দিকগুলো উল্লেখ থাকলে তবে সেটা খবর হিসেবে বিবেচিত হয় — ইত্যাদি বিষয়ে আলোচনা করেন জাইদুল হক।

আমীরে হালকা জানান, এবার প্রত্যেক জেলায় মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করা হবে। উপস্থিত সকলকে শুভেচ্ছা, সালাম ও মুবারক জানিয়ে কাজের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ