দেশ 

লোকসভায় মুসলিম বিদ্বেষী বক্তব্য রেখে দেশজুড়ে ভাইরাল হওয়া নেতা বিজেপি সাংসদ রমেশ বিধুরীর গুরুত্বপূর্ণ প্রমোশন!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আর এস এস প্রধান মহান ভাগবত যতই বলুক না কেন যে এবার আমরা সম্প্রীতির বন্ধনে মিলিত হব। প্রয়োজন হলে মসজিদে যাওয়া হবে। গীর্জায় যাওয়া হবে। তাতে কিছু এসে যায় কারণ যে বিদ্বেষের বাতাবরণ বিগত ৯ বছরে এদেশে রোপণ করেছে বিজেপি তা তুলে ফেলা সম্ভব নয়। আরএসএস প্রধান যাই বলুক না কেন বিজেপি আছে বিজেপিতে। যে সাংসদ লোকসভায় দাঁড়িয়ে পি এস পি সাংসদ দানিস আলীর ধর্ম পরিচয় কে কটাক্ষ করেছিল উগ্রবাদী বলেছিল জঙ্গি বলেছিল সেই সাংসদকেই প্রমোশন দেয়া হলো এবার।

যদিও বিজেপি সংসদের রমেশ বিধরীর এই বক্তব্য নিয়ে নানা মন্তব্য করে আড়াল করার চেষ্টা করেছে তবুও বলা যেতে পারে রাজস্থানের দায়িত্ব দিয়ে বিজেপি এটা প্রমাণ করেছে তারা এখনো হিন্দুতেই বিশ্বাস করে মুসলিম বিদ্বেষে বিশ্বাস করে।

Advertisement

মরুরাজ্যের টঙ্ক বিধানসভা আসনে দলের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রমেশ। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক হলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা প্রভাবশালী কংগ্রেস নেতা সচিন পাইলট। আসন্ন বিধানসভা ভোটেও সচিন ওই কেন্দ্র থেকেই আবার কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জল্পনা রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর লোকসভার বিশেষ অধিবেশনে চন্দ্রযান-৩ নিয়ে আলোচনার সময় দানিশ কিছু প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের ভূমিকা নিয়ে। জবাবে রমেশ মুসলিম বিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ। স্পিকারের নির্দেশে বিজেপি সাংসদের সেই মন্তব্য সভায় কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, অতীতে সমাজবাদী পার্টির সাংসদ এসটি হাসান এবং ডিএমকে সাংসদ কানিমোঝির বিরুদ্ধে সংসদের অন্দরে অপশব্দ প্রয়োগ করেছেন রমেশ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ