কলকাতা 

মশা বাহিত রোগের উপদ্রব কমাতে এবং রাস্তাঘাট জঞ্জাল মুক্ত করতে রাজ্য সরকার কড়া আইন আনছে রাজ্য, বিল পাশ বিধানসভায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে মশা বাহিত রোগের উপদ্রব কমাতে এবং রাস্তাঘাট জঞ্জাল মুক্ত করতে রাজ্য সরকার কড়া আইন আনছে। এই উদ্দ্যেশ্যে পুর আইনের একটি সংশোধনী আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। সংশোধনীতে মশাবাহিত রোগ প্রতিরোধে অসহযোগিতা করলে বা বাড়িতে জল জমিয়ে রাখলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক হাজার এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার সংস্থান থাকছে।যত্র তত্র আবর্জনা ছড়িয়ে রাখলে ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা যাবে।
আগে এই জরিমানার পরিমান ছিল ৫০ টাকা থেকে ৫০০ টাকা।  বিলের ওপর আলোচনার শেষে জবাবী ভাষণে পুর মন্ত্রী  এই আইন পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, সরকার কলকাতা সহ গোটা রাজ্যকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত করতে চায় । এজন্য লাগাতার নানা কর্মসুচি ও প্রচভরাভিযান চলছে। তা সত্তেও একাংশের মানুষের অসহযোগিতা এই কাজে বাদ সাধছে। তাদের কথা মাথায় রেখেই কড়া শাস্তিমূলক ব্যবস্থার নিদান।
তবে শাস্তি মূলক ব্যবস্থার তুলনায় লাগাতার প্রচারের মাধ্যমে জন সচেতনতা বাড়ানোকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে পুর মন্ত্রী জানিয়েছেন। পুর কর্মীদের কাজে বাধা দিলে বা অসহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তির  বিরুদ্ধে যাতে আদালতের দ্বারস্থ হওয়া যায় আইনে তারও সংস্থান রাখা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − one =