কলকাতা 

বিধানসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় রাজী নয় অধ্যক্ষ প্রতিবাদে বাম-কংগ্রেসের ওয়াক আউট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকারের বিরুদ্ধে সার্বিক ব্যর্থতার অভিযোগে বিধানসভায় বাম কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হলেও চলতি অধিবেশনে তা নিয়ে আলোচনা হচ্ছে না। সভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একথা জানিয়ে দেন। অধ্যক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে বাম ও কংগ্রেস সদস্যরা বৈঠক থেকে ওয়াকআউট করেন । পরে অধিবেশন শুরু হলে তাঁরা ওয়েলে  নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। এর পরে তাঁরা সভা থেকে বেরিয়ে যান।
এক যৌথ সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী অভিযোগ করেন , সংখ্যার জোরে সরকারপক্ষ বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। বাইরে থেকে বিধানসভার কর্মসূচি নির্ধারিত হচ্ছে। এদিকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন সময় না থাকার কারনেই অধ্যক্ষ বিরোধীদের ওপর আনা অনাস্থার প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তিনি বলেন , বিধি মেনে বিরোধীরা অনাস্থা আনায় তা গ্রহন করা হয়েছে।
কিন্তু চলতি অধিবেশনে একমাত্র আগামী কালই অনাস্থার ওপর আলোচনার সুযোগ ছিল। কিন্তু ইতিমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আগামীকাল আলোচনার পূর্ব নির্ধারিত সূচি রয়েছে। তাই অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা সম্ভব হচ্ছেনা। বিরোধীদের আচরনের সমালোচনা করে পার্থ বাবু বলেন, তাদের উচিত সভার কাজে অংশ গ্রহন করে নিজেদের বক্তব্য তুলে ধরা । এভাবে কথায় কথায় ওয়াকাউট বা অধিবেশন বয়কট করা উচিৎ নয়।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 19 =