জেলা 

পূর্বাশা ইকো সোসাইটির উদ্যোগে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন

শেয়ার করুন

নায়ীমুল হক : সুন্দরবনের পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটির উদ্যোগে গত ২৬ শে জুলাই বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন হয়ে গেল। প্রায় এগার হাজার চারা বসানো হলো এদিন সাতজ্বালিয়া দ্বীপে। ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সমাজসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি খুবই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটির কর্ণধার উমাশঙ্কর মন্ডল জানান যে প্রতি বছরের ন্যায় এ বছরও নদীর চরে হাটু ডোবা কাদায় নেমে ম্যানগ্রোভ গাছ লাগানো হয়। বিশ্বভারতীর ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট নদী বিশেষজ্ঞ ড. মলয় মুখোপাধ্যায় বলেন যে সাতজ্বালিয়া দ্বীপের চরঘেরি গ্রামের যে সমস্ত অঞ্চল ম্যানগ্রোভ চারা লাগানোর উপযুক্ত স্থান শুধু সেইসব স্থানে এই চারা রোপন করা হয়েছে।

বিগত কয়েক দশক সুন্দরবন নিয়ে গবেষণায় রত অধ্যাপক আশীষ পাল ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কানাইলাল দাস জানান এই ম্যানগ্রোভ চারার রোপন আজ অত্যন্ত প্রাসঙ্গিক। খাঁড়ির বুকে লঞ্চের মধ্যে অভিনব এক কর্মশালার আয়োজন করা হয়।দুদিনের এই কর্মশালায় সুন্দরবনের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশিষ্ট বিজ্ঞানী ড. সৌরভ পাল হাতে-কলমে সকলকে শেখান কীভাবে সুন্দরবনে নদী বা খাঁড়ির গভীরতা, লবনতা, উষ্ণতা, জলের ঘনত্ব মাপা হয়। অধ্যাপক শশাঙ্ক গায়েন ব্যাখ্যা করে বলেন নোনা জলের আসা-যাওয়া চরিত্র কেমন হয়।

Advertisement

সংসার কর্মধার উমাশঙ্কর মন্ডল জানান তাঁদের সংস্থা চরঘেরি ও তার আশপাশের মানুষজনের বিশেষ করে মহিলাদের কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবারের শিক্ষার মান উন্নয়নে মনোযোগী হয়েছেন। এই বিষয়ে বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণ ও সহায়তায় আজ আমরা অনেকটা এগোতে পেরেছি। বিগত কয়েক বছরে চরঘেরি গ্রামে একটি শিশু শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। অনেকের সহায়তায় এই শিশু শিক্ষা কেন্দ্র আজ বেশ প্রতিষ্ঠিত, তাদের আছে নিজস্ব পাকা বাড়ি। এই অঞ্চলের মহিলারা আজ পরিবেশ নিয়ে নানান কর্মকান্ডের সঙ্গে যুক্ত। পঞ্চাশের অধিক মহিলা হাঁটু পর্যন্ত ডোবানো কাদায় এদিন ম্যানগ্রোভ রোপণ প্রকল্পে অংশগ্রহণ করেন। এই মহিলাদের সম্মান জানিয়ে উমাশঙ্কর বাবু তাঁদেরকে ‘ম্যানগ্রোভ আর্মি’ বলে সম্মানিত করেন।

প্রায় ৬০ জনের বেশি মানুষজন দুদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি হয়ে উঠেছিল অত্যন্ত প্রাণবন্ত এবং অবশ্যই কার্যকরী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ