জেলা 

ভোট শেষে মালদহে আক্রান্ত হলেন পুলিশ আধিকারিক, কারা হামলা চালালো স্পষ্ট নয়!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত ইলেকশন শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন মালদহের পুলিশ আধিকারিক একইসঙ্গে আক্রান্ত হয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট হয়নি।

গতকাল পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দিনভর ভোটের ডিউটিতে ব্যস্ত ছিলেন ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। মালদহের হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের ইসলামপুরেই ছিলেন তিনি। রাতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বস্তা এলাকায় তাঁর গাড়িতে হামলা চালানো হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলেই অভিযোগ। এছাড়া জেলাপরিষদের বিদায়ী সভাধিপতি এটিএম রফিকুল ইসলামেরও গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি ভেঙেছে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনেরও।

পাথরের ঘায়ে গুরুতর জখম হন ডিএসপি ট্রাফিক। মাথা ফেটে যায় তাঁর। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা করা হয়। কে বা কারা হামলা চালাল, তা স্পষ্ট নয়। কেনই বা ডিএসপি ট্রাফিক হামলাকারীদের টার্গেট হলেন, তা-ও বোঝা যাচ্ছে না। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ