দেশ 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে পদত্যাগ করতে বলা হয়েছে দাবি উদ্ভব শিবিরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পরিবর্তন হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বিরোধীদল উদ্ভব ঠাকরে শিবসেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নাকি বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ছেড়ে দিতে বলা হয়েছে।

উদ্ধবপুত্র আদিত্য ঠাকরের দাবি, ”আমি শুনেছি মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ইস্তফা দিতে বলা হয়েছে। সরকারে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। মহারাষ্ট্রে অত্যন্ত নিম্ন স্তরের রাজনীতি হচ্ছে। এক বছর আগে ক্ষমতার লোভে যাঁরা মন্ত্রিত্ব ছেড়েছিলেন সেই বিশ্বাসঘাতকদের এবার কী হবে? মুখ্যমন্ত্রীর আসন টলমল। আমার কাছে যা খবর, তা বলছে একনাথ শিণ্ডেকে গদি ছাড়তে হবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন অজিত পওয়ার। এরপর থেকেই শিণ্ডের ইস্তফার গুঞ্জন শোনা যাচ্ছে। বিরোধীদের একাংশ দাবি করেছিলেন, শিণ্ডেকে সরিয়ে অজিত পওয়ারকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছে শিব সেনার (Shiv Sena) শিণ্ডে শিবির। কিন্তু ফের এই গুঞ্জন শোনা গেল উদ্ধব শিবিরের তরফে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ