ব্যাংক আধিকারিকদের শৌচালয়ে ঢুকিয়ে ডাকাতি বীরভূমের সিউড়িতে, চাঞ্চল্য এলাকার জুড়ে
বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার সকালে অভিনব কায়দায় ব্যাংক ডাকাতি করল দুষ্কৃতীরা। জানা গেছে এদিন সকালে বীরভূমের সিউড়ির রবীন্দ্র পল্লীতে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে গ্রাহক সেজে ঢুকে পড়ে ছয়জনের ডাকাত দল তারপর আগ্নেয়স্ত দেখে ব্যাংক আধিকারিক ও কর্মচারীদের শোচালয়ে ঢুকিয়ে দেয় এবং নির্বিঘ্নে লুটপাট চালিয়ে ব্যাংক ছেড়ে চলে যায় দুষ্কৃতী।ঘটনাস্থলে ডিএসপি’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সবেমাত্র দরজা খোলা হয়। সেই সময় গ্রাহক সেজে ছ’জন ব্যাংকে ঢুকে পড়ে। এরপর দু’জন কোষাধ্যক্ষকে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় তারা। ব্যাংক কর্মীদের ঢুকিয়ে দেওয়া হয় আধিকারিকদের শৌচালয়ে। এরপর ব্যাংকে লুটপাট চালায় তারা। দু’টি ব্যাগে নগদ টাকা এবং ভল্টে থাকা গয়নাগাটি ঢুকিয়ে নেয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে অপারেশন। সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা।
ব্যাংক ডাকাতির খবর পেয়ে ডিএসপি’র নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে যান জেলা পুলিশসুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে পুলিশের দাবি, নগদ ৩০ লক্ষ টাকা এবং ঋণের জন্য জমা দেওয়া সোনার গয়না চুরি যায়। কে বা কারা একাজ করল, তা এখনও জানা যায়নি। ব্যাংক চত্বরে থাকা একটি সংস্থার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।
প্রকাশ্য দিবালোকে এইভাবে বীরভূমের সদর শহর সিউড়ির মধ্যে ব্যাংক ডাকাতি হওয়ায় এলাকায় চাঞ্চল্য করেছে পড়েছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।