দেশ 

বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্ত অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে করানোর দাবিতে জনস্বার্থে মামলা সুপ্রিম কোর্টে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: বালেশ্বর এর ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্ত একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে করানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে।পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ভারতীয় রেলের প্রতিটি ট্রেনে ‘কবচ’ বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে শীর্ষ আদালতে।

ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে  দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন। যেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮। আহত ৭৪৭। তাঁদের মধ্যে সংকটজনক অন্তত ৫৬ জন। ওড়িশার বিভিন্ন মর্গে অন্তত ১২২টি অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পড়ে। দুর্ঘটনার কারণ নিয়েও চাপানউতোর চলছে।

Advertisement

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের দ্বারা তদন্তের দাবি করেছেন মামলকারী। পাশাপাশি. প্রতিটি ট্রেনে স্বয়ংস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা তথা ‘কবচ’ বাধ্যতামূলক করতে সুপ্রিম নির্দেশের আরজিও জানানো হয়েছে। তবে কবে শুনানি তা এখনওস্পষ্ট নয়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ