রাজ্যে ট্রামের অস্তিত্বকে ফিরিয়ে আনতে সরব ‘ট্রাম ব্যবহারকারী সংগঠনের’
স্মৃতি সামন্ত : কলকাতার ঐতিহ্য ‘দুই বগির’ বিদ্যুৎ পরিচালিত ট্রাম। সেই ট্রামই নাকি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ‘ট্রাম ব্যবহারকারী সংগঠনের’। পাশাপাশি, রাজ্য সরকার হাই কোর্টের নির্দেশও মানছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।
কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা এমন অভিযোগ তুলেছেন। কলকাতা হাই কোর্টের নির্দেশ রাজ্য সরকার অমান্য করছে। পাশাপাশি তাঁরা অভিযোগ করেছে রাজ্য রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় দ্বারা গঠিত উপদেষ্টা কমিটির উপদেশ নিচ্ছে না। উপদেষ্টা কমিটির বৈঠক বরংবার বাতিল করছে।
কলকাতায় ট্রাম ঐতিহ্য বহন করে। ট্রামের সাথে বাঙালির আবেগ যুক্ত রয়েছে। তবে আগের তুলনায় শহরের গতি বেড়েছে। ট্রাম বাদ দিয়ে বাকি গণপরিবহনের সাহায্যে মানুষ মুহূর্তেই এক জায়গা থেকে অন্যথায় পৌঁছে যাচ্ছে। সেই তুলনায় ট্রাম অনেকটাই ধীর গতির। বিদ্যুৎ দ্বারা চলে বলে অনেকটা পরিবেশ বান্ধবও বলা যায়। ফলে যাত্রী কম বিদ্যুৎ খরচ করে ট্রাম চালিয়ে মূলত ক্ষতির সম্মুখীন যে হতে হচ্ছে তা মেনে নিচ্ছেন এক পরিবহণ দফতরের আধিকারিক। তাই শুধু ঐতিহ্যের দিকে তাকিয়ে ট্রাম চালানো কতটা লাভজনক সেই নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।
রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁদের বক্তব্য ট্রাম যদি একবার তুলে দেওয়া হয় তাহলে ফিরিয়ে নিয়ে আসা কঠিন। ট্রাম চালানোর ক্ষেত্রে পুরনো পরিকাঠামোর থেকে নতুন ভাবে সাজানোর দিকেই জোড় দেওয়ার আর্জি জানিয়েছেন। এবিষয়ে ট্রাম চালানোর প্রতিবন্ধকতা স্বীকার করে নিয়ে স্বাতী নন্দী বলেন, “ট্রাম অন্য যানবাহনের থেকে পরিবেশ বান্ধব। ট্রাম চালানোর পরিকাঠামোকে উন্নতি করতে হবে। জল জমলে ট্রামের লাইন দেখা যায় না। পৃথিবীর এমন অনেক শহর আছে যেখানে পরিকাঠামোর উন্নয়ন করে ট্রাম চালানো হচ্ছে।”