‘সব ধর্মের অধিকারকে সুরক্ষিত করতে হবে’ কাঁনোয়ার যাত্রা প্রসঙ্গে মার্কিন প্রশাসনের সতর্কবার্তা
বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত তিন রাজ্য উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের কাঁনোয়ার যাত্রার নিয়ে যে বিতর্কিত নির্দেশিকা জারি করেছিল তা নিয়ে মুখ খুলল এবার আমেরিকা। সম্প্রতি অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই নির্দেশিকা তুলে নিতে বাধ্য হয় তিন বিজেপি শাসিত রাজ্য। আর এ নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই মার্কিন প্রশাসন তীব্র ভাষায় এই সিদ্ধান্তের নিন্দা করেছে।
মার্কিন বিদেশ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কাঁনোয়ার যাত্রার নির্দেশিকা নিয়ে ভারতের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রত্যেক ধর্মাবলম্বীর প্রতি যেন সমান আচরণের বিষয়টিকে ভারত যেন গুরুত্ব দেয়, সেটা মনে করিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন মিলার। সেখানেই এক পাকিস্তানি সাংবাদিক বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলোতে কাঁনোয়ার যাত্রার রুটে থাকা মুসলিম দোকানদারদের বাধ্য করা হচ্ছে যেন তাঁদের নাম দোকানের নেমপ্লেটে লেখা হয়। সেই শুনে মিলার বলেন, “আমরা এই সংক্রান্ত রিপোর্ট দেখেছি। তবে ভারতের সুপ্রিম কোর্ট এই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে, অর্থাৎ এখনও এই নির্দেশ কার্যকর হয়নি। তবে আমরা সবসময়েই ধর্মপালনের স্বাধীনতার পক্ষে সওয়াল করে থাকি। এই স্বাধীনতা যেন রক্ষা করা হয়, সেদিকেও নজর রাখে আমেরিকা (USA)।”
উল্লেখ্য, কাঁনোয়ার যাত্রা নিয়ে গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বিতর্ক চলছে। চলতি মাসে শুরু হতে চলেছে কানোয়ার যাত্রা (Kanwar Yatra)। তার আগে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার নির্দেশ দিয়েছে, কাঁনোয়ার যাত্রার প্রতিটি রুটে যত খাবারের দোকান রয়েছে, তার সবকটিতেই বড় বড় ব্যানার দিয়ে লিখতে হবে দোকান মালিকের নাম। যার মূল উদ্দেশ্য, পুণ্যার্থীরা যাতে আলাদাভাবে চিনতে পারেন হিন্দু ও মুসলিম দোকানগুলিকে। কেবল উত্তরপ্রদেশ নয়, একই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং উত্তরাখণ্ডেও (Uttarakhand)।