বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি : কাজী নজরুল ইসলাম / আরেফা গোলদার 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিবস দেশ-বিদেশে পালিত হচ্ছে উৎসাহ উদ্দীপনার সঙ্গে।

এই প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখেছেন বিশিষ্ট কবি আরেফা গোলদার।

 

 

কাজী নজরুল ইসলাম

আরেফা গোলদার

________________________

 

বিদ্রোহীতেই বেঁধেছি তোমায়

যদিও পড়ি চৈতী হাওয়া

মন ভেজানো গহীন প্রেম

সঞ্চিতা আর গোপন প্রিয়া।

এদেশ তোমায় রাখেনি ধরে

শোনেনি তোমার সাম্য বাণী

বৃন্ত আর কুসুম ছিঁড়ে

করেছে শুধু টানাটানি।

বাংলাদেশের জাতীয় কবি

আমরা দেখি তোমার নাম

দুখু তোমার জন্মভিটে

চুরুলিয়া পায়নি দাম।

তবুও তোমার উল্লাসে

অদম্য জেদ আর উচ্ছ্বাসে

কাজী কবি তুমি আছো

হৃদমাঝারে ক্যানভাসে।

এমনি করেই অযুত বছর

সাম্যবাদের কবি হয়ে

আমজনতায় মিশে থেকো

সর্বহারার গান গেয়ে।

✍️ আরেফা গোলদার


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ