দেশ 

সাধারণ পাসপোর্ট নিয়েই রাহুল যাচ্ছেন আমেরিকা! অনুমতি দিল আদালত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধী আগামী সপ্তাহে বিদেশ সফরে যাচ্ছেন। জানা গেছে তিনি আমেরিকা যাবেন। এদিকে তাঁর পাসপোর্ট তো নেই। সাংসদ পদ চলে যাওয়ার জন্য কূটনৈতিক পাসপোর্ট জমা করে দিতে হয়েছে। সরকারের কাছে অন্যদিকে ন্যাশনাল হেরাল্ড মামলার কারণে পাসপোর্ট করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে রাহুল গান্ধীকে।

এ কারণেই দিল্লির এক আদালতে রাহুল গান্ধী পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলেন চেয়েছিলেন ১০ বছরের জন্য সাধারণ নাগরিকের মত তাকে পাসপোর্ট প্রদান করা হোক। কিন্তু দিল্লির আদালত জানিয়েছে ১০ বছর নয় মাত্র তিন বছরের জন্যও তাকে সাধারণ পাসপোর্ট প্রদান করা হবে।

Advertisement

রাহুলের আবেদনের প্রেক্ষিতেই রাহুলের আইনজীবীকে বিচারক বলেছেন, ‘‘আমি আপনার আবেদনে আংশিক ভাবে অনুমোদন দিচ্ছি। ১০ বছরের জন্য নয়, তবে তিন বছরের জন্য।’’

এ প্রসঙ্গে অতিরিক্ত মুখ্য দায়রা ম্যাজিস্ট্রেটের পর্যবেক্ষণ ছিল, সব নাগরিকের ভ্রমণের অধিকার রয়েছে। এই অধিকার প্রাথমিক অধিকারের মধ্যে পড়ে। এর আগে রাহুল অনেক বারই বিদেশ ভ্রমণ করেছেন, যখন তাঁর আদালতের অনুমতির প্রয়োজন হয়নি। সেই নিয়ে আদালত বাধাও দেয়নি।

এমনকি, ২০১৫ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে জামিন দেওয়ার সময়েও তাঁর ভ্রমণে কোনও বিধিনিষেধ আরোপ করেনি। তখন মামলাকারীর এই সংক্রান্ত আবেদনও খারিজ করে দেয় আদালত। শুক্রবারও রাহুলের এনওসি চেয়ে আবেদনের বিরোধিতা করেছিলেন স্বামী। তিনি জানিয়েছিলেন, এটা বিশেষ মামলা। ১০ বছরের জন্য রাহুলকে পাসপোর্ট দেওয়া উচিত নয়। যদিও আদালত সেই আবেদন মানেনি। পরিবর্তে তিন বছরের জন্য পাসপোর্ট দেওয়ার অনুমোদন দিয়েছে।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ