জেলা 

বাল্যবিবাহ রোধে দক্ষিণ দিনাজপুরে আলোচনা আমানতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত ২৬ শে মে ২০২৩ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসনের সহযোগিতায় বাল্য বিবাহ রোধে সচেতনতা সভা আয়োজন করে দক্ষিণ দিনাজপুর জেলার সারাইপুর নামক গ্রামে। এই সভায় বক্তব্য রাখেন আমানত ফাউন্ডেশানের দক্ষিণ দিনাজপুর জেলার জেলা কো-অরডিনেটর বিলাল হোসেন । তিনি অল্প বয়সে বিয়ে হলে কি কি অসুবিধার সন্মুখিন হতে হয় সেই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেন। এছাড়া প্রাপ্ত বয়সে বিয়ে হলে তার সঙ্গে পড়াশুনা চালিয়ে গেলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন- কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি সুবিধার কথা তুলে ধরেন । শিশুরাই আগামি দিনের দেশের ভবিষ্যৎ । তাই তাদের সঠিক সময়ে পুষ্টি ও শিক্ষার ব্যবস্থা করতে হবে। ১৪ বছরের নিচে কোন শিশুকে শ্রমসাধ্য কাজ করানো যাবে না।

এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । প্রায় সকল মহিলারা তাদের সমস্যার কথা তুলে ধরেন ।সভায় উপস্থিত সকলে অঙ্গিকার করে যে তারা তাদের সন্তানদের অল্প বয়সে বিয়ে দেবে না এবং যদি কোন জায়গায় বাল্য বিবাহ হয় সেখানে তারা রোখার চেষ্টা করবে ও প্রশাসনকে খবর দেবে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ