দেশ 

মোদী বিরোধী কোন জোটে যাবেন না, লোকসভায় একাই লড়বেন মোদির সঙ্গে বৈঠকের পর জানালেন নবীন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটে যোগ দেবেন না একাই লড়বে ওড়িশাতে। এ কথা জানিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেডি দলের প্রধান নবীন পট্টনায়ক।দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে নবীনের মন্তব্য, ‘‘আমাদের দল কোনও বিরোধী জোটে থাকবে না। বিজেডি একার শক্তিতেই ওড়িশার ২১টি আসনে (লোকসভা) লড়বে।’’

বুধবার ভুবনেশ্বরে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন নবীন। সেই বৈঠকে বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছিল বলেও রাজনৈতিক সূত্রের খবর। তার ৪৮ ঘণ্টার মধ্যেই মোদীর ‘দরবারে’ তাঁর উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিরোধী শিবিরের অনেকেই। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওড়িশায় গিয়ে নবীনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। দীর্ঘ দিন ধরেই জল্পনা রয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রী বিজেপির অঘোষিত শরিক।

Advertisement

হচ্ছে। প্রসঙ্গত, ২০০০ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েই ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছিলেন নবীন। ২০০৯ সালে কন্ধমাল গোষ্ঠীহিংসার পরে এনডিএ ছাড়েন তিনি। ২০২৪ সালে লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশায় বিধানসভা ভোট হওয়ার কথা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ