কলকাতা 

হাকিম বদলের পরেও হুকুমের বদল হলো না, রক্ষাকবচ ছাড়ায় সিবিআই ইডির মুখোমুখি হতে হবে অভিষেককে, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হাকিম বদলে গিয়েছিল ঠিকই কিন্তু হুকুমের বদল হল না। কয়েক সপ্তাহ আগে কলকাতা হাইকোর্টের জনপ্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে বলে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে ঘিরে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে এই বিচার করার ভার যায় বিচারপতি অমৃতা সিনহার কাছে। এই মামলার শুনানিতে গত সোমবারই বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই-এর কাছে যেতে আপত্তি কোথায়? কেন এত ভয়? কেন আশঙ্কা?

এরপরই বিচারপতির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়। আজ এই মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি হওয়ার সঙ্গে সঙ্গে এই মামলা থেকে অব্যাহতি চান। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা এই মামলা থেকে অব্যাহতি দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর কাছে অস্বীকার করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিচারপতির কাছে বলেন মামলা থেকে অব্যাহতি না দিলে অন্তত রক্ষা কবচ দেয়া হোক কিন্তু বিচারপতি অমৃতা সিনহা রক্ষাকবচ দিতেও অস্বীকার করেন। তিনি বলেন, “আদালতের দরজা ২৪ ঘণ্টা ৭ দিন খোলা থাকবে। প্রয়োজন মনে করলে যখন খুশি আসবেন। কিন্তু কোনও রক্ষাকবচ নয়।” সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

বৃহস্পতিবারই কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন অভিষেক। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে তিনি এই আবেদন জানান। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে কুন্তল চিঠি দেন হেস্টিংস থানাতেও। সেই চিঠির বিষয়ে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি বা সিবিআই প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে যায় বিচারপতি সিন‌্‌হার এজলাসে।  বিচারপতি সিনহা অভিষেককে মামলায় যুক্ত হতে বলেছিলেন। সেই অনুযায়ী, বৃহস্পতিবার মামলাটিতে যুক্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গেই তিনি মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদনও জানান।

কুন্তলের চিঠি মামলায় বিচারপতি সিন্‌হার পর্যবেক্ষণ ছিল, আইনের ঊর্ধ্বে কেউ নন। তা হলে তদন্তে সহযোগিতা করতে অভিষেকের অসুবিধা কোথায়? অভিষেকের আইনজীবী জানিয়েছিলেন, এই মামলায় কী ভাবে তাঁর মক্কেলের নাম জড়াল, সেটাই পরিষ্কার নয়। অভিষেকের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কী, তা-ও তাঁর জানা নেই বলে জানান তিনি। সেই বক্তব্য শুনে বিচারপতি অভিষেককে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ