Madhyamik 2023 : ১৯ মে মাধ্যমিকের ফল প্রকাশ
আগামী ১৯ মে, শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। আজ ১০ই মে টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, উনিশে মে শুক্রবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে, মধ্যশিক্ষা পর্ষদের দফতর থেকে।
গতকাল ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মজয়ন্তী উৎসবে যোগ দিতে এসে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন দশ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। ঠিক তার পরের দিন তিনি নির্দিষ্ট তারিখ এবং সময় ঘোষণা করে দিলেন। মাধ্যমিকের ফল প্রকাশ ১৯শে মে হলেও হাই মাদ্রাসা পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তা এখনো জানানো হয়নি।