দেশ 

সবকটি বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে কংগ্রেস, কর্নাটকের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে গেরুয়া শিবিরের পক্ষে নয় বলছে বুথ ফেরত সমীক্ষা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কর্ণাটক বিধানসভার নির্বাচনে কংগ্রেস দল ক্ষমতায় আসতে চলেছে। বেশ কয়েকটি সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে বলেছে রাজ্য বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হতে পারে। তবে যেসব সমীক্ষক সংস্থা ত্রিশঙ্কু বিধানসভার কথা বলছেন তাদের সমীক্ষাতেও দেখা যাচ্ছে কংগ্রেস দল একক গরিষ্ঠতা থেকে মাত্র দুই একটি আসনে পিছিয়ে রয়েছে। যেমন এবিপি সি ভোটার সার্ভে রিপোর্টে বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র একটি আসন পিছিয়ে রয়েছে কংগ্রেস দল। এবিপি সি ভোটার সার্ভে রিপোর্টে বলা হয়েছে কংগ্রেস ১০০ থেকে ১১২ টি আসন পেতে পারে।

এদিকে ইন্ডিয়া টুডে এর বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস ১২২টা আসন পেয়ে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে একটা জিনিস স্পষ্ট হয়েছে সবকটি বুথ ফেরত রিপোর্ট বলছে কংগ্রেস দল সবচেয়ে বেশি আসন পাবে। এবং সেই আসনটি ১০০র বেশি। অন্যদিকে বিজেপি আশি থেকে ৯০ টি আসনেই আটকে যাবে বলে বেশ কয়েকটি সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে।

Advertisement

বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট এটা স্পষ্ট করেছে যে কর্ণাটকের মানুষ পরিবর্তন চাইছে ভোট হয়েছে পরিবর্তনের পক্ষে গেরুয়া শিবিরের পক্ষে নয়।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় অন্তত ১২২টি আসনে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস। এমনকি, তা বেড়ে পৌঁছতে পারে ১৪০-এ! অন্য দিকে, বিজেপি ৬২-৮০ এবং জেডি(এস) ২০-২৫টি বিধানসভা কেন্দ্রে জিততে পারে। নির্দল ও অন্যদের ঝুলিতে যেতে পারে ০ থেকে ৩টি আসন।

বুধবার সন্ধ্যা ৬টায় ভোট পর্ব শেষের পরে বিধি মেনে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হতে থাকে। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন। এবিপি-সি ভোটার সমীক্ষা বলছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের রাজ্যে তাঁর দলের ঝুলিতে ১০০-১১২ কেন্দ্র যেতে পারে। বিজেপি ৮৩-৯৫, জেডি(এস) ২১-২৯ এবং নির্দল ও অন্যেরা ২-৬টি বিধানসভা কেন্দ্রে জিততে পারে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ