কলকাতা 

৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে চলেছে বলে আবহাওয়া দফতরের খবর। আজ বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,সপ্তাহান্তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের তিনটি জেলা। আশা, এতে দক্ষিণবঙ্গের গত দু’দিনের অসহ্য গরম কিছুটা কমবে। বৃষ্টি না হলেও বাকি জেলাগুলিতে কিছুটা সহনীয় হবে আবহাওয়া।

আগামী শনিবারই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যা চলতে পারে রবিবার পর্যন্ত। শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না দিলেও আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সংলগ্ন তিন জেলা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের ৯টি জেলায় আর তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।

Advertisement

বৃহস্পতিবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। শনিবার থেকে অবশ্য তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ