আন্তর্জাতিক 

ইমরান খানের গ্রেফতারির পর, সমর্থকদের হাতেই কার্যত বন্দি পাক প্রশাসন!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানি আধা সামরিক বাহিনীর হাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পরপর কার্যত সমগ্র পাকিস্তান জুড়েই ইমরান সমর্থকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে।

দেশে তো বটেই ইমরানের গ্রেফতারি বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব পড়েছে বিভিন্ন দেশের দূতাবাসের সামনে ইমরান সমর্থকদের বিক্ষোভ অব্যাহত। এদিকে পাকিস্তানের প্রতিটি প্রদেশে বিক্ষোভ ভাঙচুর চলছে এমনকি সেনাপ্রধানের বাড়িতে হামলা চালিয়েছে ইমরানের সমর্থকরা। মঙ্গলবার গ্রেফতারির দিন থেকে শুরু করে বুধবার পর্যন্ত সমগ্র দেশ ইমরান সমর্থকদের হাতে চলে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। কার্যত পাকিস্তান প্রশাসন এখন ইমরান সমর্থকদের হাতেই বন্দী হয়ে পড়েছে।

Advertisement

তেহরকি ইনসাফ পার্টির সমর্থকদের আন্দোলনের কাছে পাকিস্তান প্রশাসন নতজানু হয়ে পড়েছে। তাই আজ বুধবার ইমরান খানকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে না জেলের মধ্য থেকেই আদালতের কাছ থেকে হেফাজত চাইবে প্রশাসন। এদিকে ইমরানের রাজনৈতিক দল তেহেরকি ইনসাফ পার্টি আজ বুধবার সকাল থেকেই ইসলামাবাদে জড়ো হয়েছে তাদের সমর্থকরা। আরো বড় আন্দোলনের সামনে পড়তে পারে বর্তমান পাক প্রশাসন।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ইমরানকে বুধবার ইসলামাবাদ হাই কোর্টে হাজির করানো হচ্ছে না। তার বদলে যেখানে তাঁকে হেফাজতে রাখা হয়েছে, সেখানেই শুনানি হবে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে, ইমরানকে আপাতত ৪-৫ দিন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে রাখা হবে। পাক সংবাদপত্র ‘ডন’-এর প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘দুর্নীতি দমন শাখা তাঁকে (ইমরান) অন্তত চার থেকে পাঁচ দিন হেফাজতে রাখার প্রাণপণ চেষ্টা করবে।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ