কলকাতা 

হুমকি ফোন আসছে নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেসের একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দলত্যাগের জল্পনার মধ্যেই নিজের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেসের একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাস। আজ বুধবার তিনি বিচারপতি রাজা শেখর মান্থারের অভিযোগ করেন তিনি ভোটে জেতার পর থেকে তার কাছে বিভিন্ন জায়গা থেকে হুমকি ফোন আসছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করার পরেও সেই অর্থের তার ভাগ্যে নিরাপত্তা জোটেনি।

তার জীবন জান ও মালের নিরাপত্তার স্বার্থে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুক বিচারপতি রাজাশেখর মান্থারের এ ক্লাসে এই আবেদন করেছেন কংগ্রেস বিধায়কের আইনজীবী। মামলার বিষয়টি শোনার পর বিচারপতি রাজাশেখর মান্থার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ।আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ধুলিয়ান ব্লক তৃণমূলের নেতা সঞ্জয় জৈনকে ‘অশ্রাব্য গালিগালি’ এবং ‘প্রাণনাশের হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছিল বাইরনের বিরুদ্ধে। একটি অডিয়ো ক্লিপকে হাতিয়ার করে এই অভিযোগ করে জোড়াফুল শিবির। এই অভিযোগে শমসেরগঞ্জ থানা ঘেরাও করেন শাসকদলের নেতাকর্মীরা। বাইরনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তৃণমূল নেতা সঞ্জয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ