কলকাতা 

তপ্ত বাংলা শীতল করতে বৃষ্টি আসছে, শুক্রবারই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বহু প্রতীক্ষিত বৃষ্টি শেষ পর্যন্ত বাংলায় এসে হাজির হলো। আলিপুর আবহাওয়া দফতর গতকাল পর্যন্ত যা বলে আসছিল শুক্রবার সকালে তার ঠিক উল্টো বলল। আজ বিকেলে কলকাতার শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রভাস দিল আবহাওয়া দফতর। জানা গেছে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণেই শুক্রবারই কলকাতার সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, শুক্রবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। তবে রবি এবং সোমবার কলকাতায় বৃষ্টি হতে পারে। তবে তার আগে শুক্রবারই বৃষ্টিতে ভিজতে পারে শহর। কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

গত কয়েক দিন ধরে প্রবল গরমে হাঁসফাঁস হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় ছিল। কলকাতাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। এই অসহনীয় গরম থেকে রেহাই পেতে আপাতত বৃষ্টির অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে শুক্রবারই স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। উত্তরের জেলাগুলিতেও রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি কমতে পারে।

শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ