কলকাতা 

‘বিজেপি চল্লিশ শতাংশ ইভিএম মেসিন খারাপ করে ভোটে জেতার চেষ্টা করবে, সেই ষড়যন্ত্র আমাদের বন্ধ করতে হবে , একবার নয় তিনবার ইভিএম পরীক্ষা করতে হবে‘ কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রীর নির্দেশ দলীয় নেতানেত্রীদের

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : বিজেপি এবার  ইভিএম মেশিনে কারচুপি করে  জেতার চেষ্টা করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি বৈঠকে আশংকা প্রকাশ করেন।  এরপরেই তিনি বলেন ওরা অন্তত ৪০ শতাংশ মেশিন খারাপ করে ফায়দা তোলার চেষ্টা করবে। সেই ষড়যন্ত্র বন্ধ করে দিতে হবে।,তা রুখতে হবে। একবার নয় তিনবার দেখতে হবে। কারণ বিজেপি সাংঘাতিক দল।

লোকসভা নির্বাচনে দলকে দলকে প্রস্তুত থাকার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে ২০১৯-এর  কোন পথে চলবে তৃণমূল, তা স্থির করে দিলেন নেত্রী স্বয়ং। সেইসঙ্গে বিজেপিকে নিশানা করে মমতা বললেন, বিজেপি মাওবাদী তৈরি করছে।
দল থেকে  যাঁরা দূরে সরে আছেন, তাঁদের ডেকে আনুন। ঘরটাকে আরও বড় করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব রুখতেই কড়া বার্তা দিলেন দলের নেতা-নেত্রীদের। তিনি যে গোষ্ঠীদ্বন্দ্ব মানবেন না, তা স্পষ্ট করে দিলেন। তিনি বলেন, আপনারা না ডাকলে আমি তাঁদের ফিরিয়ে আনব।

Advertisement

এদিন কোর কমিটির বৈঠকে মমতার স্পষ্ট বার্তা, সরকারের কাটমানি নিয়ে আমি দল চালাই না। দল চালাই নিজের পয়সায়। উপার্জনের পয়সায়। তিনি এ বিষয়ে এবার দলের নেতাদের বার্তা দেন, আর অনেক কিছু আপনারা পেয়েছেন, এবার আপনাদের দেওয়ার সময়।  দেওয়া শুরু করুন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলীয় সাংসদ ও বিধায়কদের  নিয়মিত  সংসদে ও বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিলেন । তিনি বলেন, কিছু মন্ত্রী খাটেন, কেউ কেউ কোনও কাজই করেন না। শুধু অপেক্ষা করে থাকেন, দিদি সব কাজ করে দেবে। আপনাদের এলাকা আপনাদেরকেই সামলাতে হবে।

তিনি এদিন দলীয় নেতাদের জিঞ্জাসা করেন  ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে তা মনে আছে তো ? দলের নেতানেত্রীদের ধমকের সুরে বলেন, আপনারা কি ভুলে গিয়েছেন ভোটার তালিকা করতে। এইসব কাজ মন দিয়ে করতে হবে। আপনারা এসব আর গুরুত্ব দিয়ে করছেন না। এবার থেকে ফের শুরু করুন কাজ। ঘরে বসে থাকবেন না। জাগো বাংলার উদাহারণ দিয়ে তিনি দেওয়াল লিখতে নির্দেশ দেন। প্রতি বুথে অন্তত ৩০টি করে দেওয়াল লিখতে হবে প্রত্যেককে। সেইসঙ্গে তিনি বলেন, ব্লক প্রেসিডেন্টদের নিয়ে বৈঠক করতে হবে। ১৯ জানুয়ারি থেকে বুথে বুথে বৈঠক শুরু করুন।দল আগে, ব্যক্তিস্বার্থ নয় মমতা বলেন, মনে রাখবেন দল না থাকলে কেউ থাকবে না।

২০১৯-এর লোকসভা ভোটে লড়তে এখন থেকেই কমিটি তৈরি করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে মাথায় রেখে প্রচার কমিটি চূড়ান্ত হয়ে গেল। সেই কমিটিতে গুরুত্বপূর্ণ অবস্থান অভিষেক থেকে শুরু করে ডেরেক, সুব্রত, শোভনদেব, সৌগত চট্টোপাধ্যায়দের। থাকছেন কাকলি, মমতাবালা, অপরূপারাও।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × four =