কলকাতা 

২৫ কোটির লেনদেন ! পার্থ মানিক বাদে পাঁচজন প্রভাবশালীর নামের হদিস মিলল অয়নের কাছ থেকে, কারা এই পাঁচ জন!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : একটানা ৩৭ ঘন্টা তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকে । ইডি সূত্রে খবর অয়নের একটি কম্পিউটার ও একটি ম্যাক বুক থেকে অন্তত পাঁচজন প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে। সেই নাম সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেও, ইডির বক্তব্য, এই পাঁচজনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যদের নাম নেই।

এদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দারা নথি খতিয়ে দেখে এখনও পর্যন্ত ২৫ কোটি টাকার হদিশ পেয়েছেন। যে টাকা ঢুকেছিল অয়ন শীলের অন্তত খান কুড়ি অ্যাকাউন্টে।

Advertisement

অয়নের আসল বাড়ি চুঁচুড়ায়। তাঁর অফিস ছিল সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে। তিনতলা বাড়ির একতলার অফিসে হানা দিয়েছিল ইডি। তাঁর চুঁচড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল নথি উদ্ধার করেছে ইডি।

কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে জানা গিয়েছে, এই যে ২৫ কোটি টাকা অয়নের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তা ২০১৭-২২ সালের মধ্যে। প্রোমোটারির পাশাপাশি একটি প্রোডাকশন হাউসও চালাতেন অয়ন। টালিগঞ্জের একাধিক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে তাঁর লেনদেনের নথিও উদ্ধার হয়েছে অয়ন শীলের অফিস থেকে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ