কলকাতা 

নিউটাউনে হজ যাত্রীদের প্রশিক্ষণ শিবির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, নিউটাউন :  হাজীদের পরিষেবায় পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে রাজ্য হজ্ব কমিটি যেভাবে পরিষেবা সম্পন্ন করে থাকে তা দেশের মধ্যে নজিরবিহীন বলে উল্লেখ করেন রাজ্য হজ্ব কমিটির অন্যতম সেবক একেএম ফারহাদ। উল্লেখ্য ২০২৩ সালের হজ্ব উপলক্ষ্যে প্রশিক্ষণ শিবির ও খাস দোওয়ার মাহফিল আয়োজন করে উঃ চব্বিশ পরগনা জেলার রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা বি এফ জে সিনিয়র মাদ্রাসার পরিচালন কমিটি।

সোমবার সকাল দশটায় শুরু হওয়া শিবিরে পাঁচ শতাধিক হাজী সাহেবদের উপস্থিতিতে,বক্তব্যের মধ্যে রাজ্য হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি বলেন সবকিছু ঠিক থাকলে ভারত থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ২১ শে মে হজ্ব যাত্রীদের নিয়ে প্রথম উড়ান রওনা দেবে। সরকারি নির্দেশিকা মতো সমস্ত প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে রাজ্য হজ্ব কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে। উপস্থিত হাজী সাহেবদের উদ্দেশ্যে তিনি বলেন প্রত্যেকের কভার নম্বর নির্দিষ্ট ব্যাগে লেখার জন্য এবং সম্ভাব হলে মুখস্থ অন্যথায় সংরক্ষণ করার কথা তিনি বলেন। সিম কার্ড জনিত সমস্যা থাকলে ইন্টারন্যাশনাল রোমিং কল সম্ভব হলে,দেশ থেকে করে যাওয়ার কথা তিনি বলেন। এখনো পর্যন্ত দশ হাজারের মতো কোটা সম্পূর্ণ হয়েছে বলেও তিনি জানান।হাজীদের যে কোন তথ্য পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর (৮৩৩৪৯৯১১১১) নং যোগদানের কথা বলেন। হাজীদের পরিষেবায় হজ কমিটির সেবক,পুলিশ প্রশাসন,ট্রাফিক,এয়ারপোর্ট অথরিটি প্রত্যেকেই তৈরি বলে তিনি জানান।

Advertisement

হজ্ব কমিটির অন্যতম খাদেম, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, তাঁর বক্তব্যে উঠে আসে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের আধিকারিকরা হাজীদের পরিষেবা তৎপরতার সঙ্গে করে চলেছে অত্যন্ত প্রশংসনীয়। বিগত দিনে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা বি এফ জে সিনিয়র মাদ্রাসার পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে হজ্ব প্রশিক্ষণ ও খাস দোওয়ার মাহফিল সম্পন্ন করার সাথে সাথে তাদের সুবিধার্থে সর্বদা কাজ করে থাকার কথা বলেন। দরবার শরীফে সরকারিভাবে হাজী সাহেবদের টিকা প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করার আবেদন রাখেন হজ কমিটির কাছে।

তিনি বলেন হজের প্রথম উড়ানের হাজী সাহেবদের স্বাগত জানাতে বিমানবন্দর উপস্থিত থাকেন রাজ্য সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি প্রতিটি বিষয়ে সহযোগিতা করে হজ্ব সম্পন্ন করে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোহাম্মদ গোলাম রব্বানী, হজ্ব কমিটির চেয়ারম্যান নাদিমুল হক, দপ্তরের প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী, বিশেষ সচিব শাকিল আহমেদ, কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি, হজ্ব কমিটির সদস্য সহ সমস্ত আধিকারিকদের কর্ম প্রচেষ্টায় হজ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে তিনি জানায়।

উক্ত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকে হজ্বের গুরুত্ব তুলে ধরেন হজ্ব কমিটির সদস্য সেখ ফজলুর রহমান, রাজারহাট থানার আইসি জামাল হোসেন, পীরজাদা আলহাজ্ব আবেদ আলী, আনসার আলী, পীরজাদা আজগার আলী, আক্তার আলি,পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, পীরজাদা মাসুম বাখতেয়ারি,হজ্ব আধিকারিক ইকবাল নাইয়ার, আয়ুব আলী, মাওঃ মোহিত আলী, মাওঃ সিরাজুল হক, আইনুল হক, পীরজাদা এহসান বাখতেয়ারি, আবুল কালাম আজাদ, ইব্রাহিম, সানাউল্লাহ প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ