উচ্চ মাধ্যমিক ২০২৩ : শুভেচ্ছা সকল পরীক্ষার্থীদের জন্য
*উচ্চ মাধ্যমিক ২০২৩*
শুভেচ্ছা সকল পরীক্ষার্থীদের জন্য
বাংলার জনরব স্পেশাল
সৌজন্যে : অনুসন্ধান কলকাতা
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
সোনার বাংলার সুকুমার মতি ছাত্র-ছাত্রীরা,
আজকের রাতটা ফুরোলেই আগামীকাল তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা তোমরা দিতে চলেছো, নিজ গন্ডির বাইরে। মাথা ঠাণ্ডা রেখে একশো ভাগ সততার সঙ্গে নিজের সেরাটুকু উজাড় করে দাও। দেখবে ব্রাহ্ম মুহূর্তে তোমাদের বাবা -মা, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং সমাজের সবাই তোমাদের পাশে।
আগামীকাল প্রথম পরীক্ষা। তাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে অন্তত এক ঘন্টা পূর্বে।
অবশ্যই আডমিট কার্ড (Admit card ) ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে। বলা বাহুল্য মোবাইল ফোন কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট যেন কোনোভাবেই না থাকে। এবার এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সুতরাং কোনো পরীক্ষার্থী যেন ভুল করে কিংবা অসতর্কতার ফলে অসুবিধের মধ্যে না পড়ে যাও, সেটা মাথায় রাখতে হবে। সংসদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি, কোথাও কোথাও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে থাকবে মেটাল ডিটেক্টর, আবার কোথাও কোথাও থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এ সমস্ত কিছুই থাকবে সমস্ত পরীক্ষা ব্যবস্থা যেন হতে পারে নির্ঝঞ্ঝাট, মসৃণ এবং সুন্দর, সেই তাগিদে।
এতদিনের নিরলস প্রস্তুতি ই তোমার সাফল্যের হাতিয়ার।হ্যাঁ করোনা কালের পর আডিনো ভাইরাসের মড়কের প্রাক্কালে পরীক্ষা হচ্ছে তো, তাই বলছি সাবধানতা অবলম্বন করতে ভুলবে না। অযথা টয়লেট বাথরুমে সময় অপচয় একদম নয়। পরীক্ষা শুরুর এক ঘন্টা পর টয়লেট যেতে পারবে।
সুস্থ শরীর ও মুক্ত মনে সবকটি পরীক্ষা দিও। প্রতিদিন পরীক্ষার শুরুতে প্রশ্নপত্র ভালো করে পড়বে মোট প্রশ্নসংখ্যার সবকয়টি উত্তর লেখা হলো কিনা খুটিয়ে দেখে তবেই ইনভিজিলেটরের হাতে উত্তর পত্র জমা দেবে। উত্তর লেখা শেষ হয়ে গেলেও অকারণে খাতা জমা দেয়ার জন্য তাড়াহুড়ো করবে না।
এবছর উত্তরপত্রে সামান্য কিছু বদল এসেছে। সবটাই এসেছে পরীক্ষা ব্যবস্থা সুন্দর করার তাগিদে।
উত্তরপত্রের প্রথমেই থাকবে এক নম্বর প্রশ্নের এমসিকিউ উত্তর লেখার জায়গা। নির্ধারিত জায়গায় সঠিক উত্তরের ক্রম অর্থাৎ ক/খ/গ/ঘ কিংবা a/b/c/d লিখলেই চলবে। পরবর্তী এস এ কিউ টাইপ প্রশ্নের জন্য নির্ধারিত জায়গায় সংক্ষিপ্ত ও পরিমিত( to the points) উত্তর দিতে হবে মনে রাখবে নির্ধারিত এই জায়গার মধ্যে সঠিক উত্তর দেওয়ার মুন্সিয়ানার মধ্যে আর্দশ পরীক্ষার্থীর সাফল্য লুকিয়ে থাকে।
অবশেষে বলি তোমাদের হবে একটাই লক্ষ্য – উত্তর পত্র ‘সাজাবো যতনে।’ লুজ শিট সযত্নে উত্তরপত্রের সঙ্গে সুতো দিয়ে সেলাই করে দিলেই ভালো।
তোমাদের জয় হোক। শুভায়ু ভবতু।
➖➖➖➖➖➖➖➖➖➖➖
অনুলিখনে : গিরিধারী চক্রবর্তী ও নায়ীমুল হক