দেশ 

DA News : একুশে মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত শুনানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: আগামী একুশে মার্চ মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে হবে। এই শুনানি আগামী ১৫ই মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তীকালে জানিয়েছিল ১৫ ও ১৬ ই মার্চ যেসব মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে ছিল তা হবে না।

এই মামলাগুলোর শুনানি কবে হবে তা ঠিক হবে ১৩ ই মার্চ। আজ ১৩ ই মার্চ সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার কবে শুনানি হবে তা ঠিক হয়েছে। বিচারপতির মহেশ্বরীর ডিভিশন বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি হবে আগামী একুশে মার্চ মঙ্গলবার। জানা গেছে এদিনই সম্ভবত সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে।

Advertisement

ফলে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে আগামী একুশে মার্চ গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হচ্ছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত রায় এদিন প্রকাশিত হলে স্পষ্ট হবে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা আদৌ পাবে কিনা আর পেলে সেটা কত পাবে? একইসঙ্গে বিভিন্ন মহল থেকে যে বলা হচ্ছে মহার্ঘভাতা সরকারি কর্মচারীদের অধিকার নয়, এটা রাজ্য সরকারের দয়ার দান তাও স্পষ্ট হয়ে যাবে।

যদিও কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার। তা প্রদান করতে রাজ্য সরকার বাধ্য। এই প্রেক্ষাপটে আগামী একুশে মার্চ সুপ্রিমকোর্ট কি রায় দেয় সেদিকেই তাকিয়ে থাকবে রাজ্যের সাধারণ মানুষ?

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ