জেলা 

বৃষ্টির জল সংরক্ষণ নিয়ে বহুমুখী অনুষ্ঠান হাওড়ায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাবু হক, হাওড়া : হাওড়া জেলার রাজাপুর থানার কাটিলা ভারত সেবা ব্রতী মহাসংঘের আয়োজনে, নেহেরু যুব কেন্দ্র হাওড়ার আর্থিক সহায়তায় চার টি স্থানে আজ নিয়ে আঁকা, কুইজ, স্লোগান প্রতিযোগিতা. সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ।চার টি আলাদা আলাদা স্থান নিয়ে মোট প্রায় চার শতাধিক প্রতিযোগিরা অংশ গ্রহণ করে, বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা নেওয়ার উপর সচেতনতা শিবির অংশগ্রহণ করেন মহিলা ও পুরুষ মিলিয়ে চার শতাধিক মানুষ ।

পর্যায়ক্রমে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা নেওয়ার উপর বহুমুখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তি তাঁরা হলেন প্রাক্তন পুলিশ কর্মী জগন্নাথ হাইত, চণ্ডীপুর জিপি সদস্যা বাসন্তী বাউর , খলিসানী জিপি প্রধান মানসী দোলুই , প্রাক্তন শিক্ষক অনাথ বন্ধু দাস, হাওড়া জেলা সমাজকল্যাণ দফতরের আইন পরিষেবা সহায়ক মৌমিতা দাস, আইনজীবি ইয়াসমিন খাতুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন বিভিন্ন তথ্য তুলে ধরে।

Advertisement

ভারত সেবা ব্রতী মহাসংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক মহারাজ সাধু প্রদীপ কুমার ঘোড়ই আমাদের প্রতিনিধিকে জানান বিশিষ্ট প্রতিভাবান বক্তারা অত্যন্ত সুন্দর ভাবেই প্রশ্ন উত্তর এর মাধ্যমে আলাপ আলোচনা করেন, সেই সঙ্গে এই সকল এলাকার পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের সঙ্গে করে আঁকা কুইজ, স্লোগান প্রতিযোগিতা, বৃষ্টির জল সংরক্ষণ সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ।ছয় থেকে বারো ও তাঁর উর্ধের নিয়ে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ও পরিচালনা করেন বলে জানান মহাসংঘের ঝর্ণা গায়েন, অভিষেক কয়াল, সুপ্রিয়া মাইতি, লায়লা ইয়াসমিন প্রমুখ ভারত সেবা ব্রতী মহাসংঘের ইউথ ডেভলপমেন্ট কমিটির সদস্যরা ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ