কলকাতা 

চলে গেলেন বিশিষ্ট প্রানী বিজ্ঞানী ড: জহরলাল চক্রবর্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্মৃতি সামন্ত : চলে গেলেন বিশিষ্ট প্রানী বিজ্ঞানী তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রাণিসম্পদ দফতরের রাজ্য অধিকর্তা ড: জহরলাল চক্রবর্তী। গত ৮ই মার্চ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫.। ড: জহরলাল চক্রবর্তী মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে।

ওয়েস্ট বেঙ্গল ভেটিনারী কাউন্সিলের রাজ্য সভাপতি পদেও ছিলেন তিনি। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। হুগলি জেলার আরামবাগের ভূমিপুত্র ড: জহরলাল চক্রবর্তী। উত্তর কলকাতায় বসবাস করতেন তিনি। প্রাণী বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে তার খ্যাতি বিশ্বজনীন। আন্তর্জাতিক স্তরে বিস্তার লাভ করেছিল তাঁর গবেষণা। প্রাণী প্রজননের ক্ষেত্রে তাাঁর কৃতিত্ব পশ্চিমবঙ্গকে বিশ্বের প্রথম সারিতে পৌঁছে দিয়েছিল । প্রাণী প্রজননের ক্ষেত্রে তার নানা গবেষণা সর্বজনকৃত ।

Advertisement

রাজ্যের বিভিন্ন দফতরের বিভিন্ন কমিটিতে যোগ্যতার সঙ্গে কাজ করেছেন এই প্রাণিবিজ্ঞানী। দিশা দেখিয়েছেন বিজ্ঞান গবেষণায়। নতুন প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছিলেন আইকন। এক দিকে গবেষণা অন্যদিকে প্রশাসন পরিচালনা উভয় ক্ষেত্রেই তার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল। আন্তর্জাতিক স্তরে নতুন প্রজন্মকে তিনি বিজ্ঞান বিষয়ক গবেষণায় দিশা দেখিয়েছেন।আন্তর্জাতিক স্তরে বিভিন্ন গবেষণা পত্রে তার নাম নথিভুক্ত রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়াকে মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ